আজই লঞ্চ হয়েগেছে Samsung Galaxy A22 5G স্মার্টফোনটি। প্রথমে জানা যাক এই স্মার্টফোনটির স্পেসিফিকেশনস এর ব্যাপারে। স্মার্টফোনের মধ্যে রয়েছে 6.6 ইঞ্চির FHD+ ডিসপ্লে। এর রিফ্রেশ রেট 90Hz এর।
ক্যামেরার কথা বলতে গেলে এর মধ্যে পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ। তার প্রাইমারি সেন্সর 48 মেগাপিক্সেলের। সাথে রয়েছে 5 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেলের ডেফথ সেন্সর। সেলফি ক্যামেরা হিসেবে রয়েছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। যেটা ভি সেপের নচের মধ্যে প্লেস করা রয়েছে।
রয়েছে মিডিয়াটেকের Dimensity 700 MT6833 চিপসেট। তার সাথে ব্যাটারি পেয়ে যাবেন 5000mAh এর। 15 ওয়াট এর ফাস্ট চার্জিং সাপোর্ট পাবেন। এবার জেনে নেওয়া যাক এই সাথে আপনি কি পাচ্ছেন। এর সাথে আপনি পেয়ে যাবেন 5G, 4G LTE, Dual Band WiFi, Bluetooth 5.0, GPS, USB-Type C পোর্ট ইত্যাদি। Android 11 এর উপর ভিত্তি করে One UI Core পাবেন এর সাথে।
এবার দেখে নেয়া যাক এই স্মার্টফোনটির দাম। দুটি ভেরিয়েন্টে এই স্মার্টফোনটি ভারতে লঞ্চ করা হয়েছে। একটি 6GB-128GB এবং অপরটি 8GB-128GB। 6GB-128GB ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 19,999 টাকা এবং 8GB-128GB ভার্শন এর দাম রাখা হয়েছে 21,999 টাকা।
তিনটে কালারে এই স্মার্টফোনটি পাওয়া যাবে। একটি Grey, Mint এবং সবশেষে Violet। বেশিরভাগ অনলাইন ই-কমার্স পোর্টাল গুলো, এবং সাথে স্যামসাংয়ের অফিশিয়াল অনলাইন স্টোর এবং রিটেইল স্টোর থেকে স্মার্টফোনটি কিনতে পাওয়া যাবে। কেমন লাগলো এই স্মার্টফোনটির স্পেসিফিকেশন্স আপনার? অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।