জোকার ম্যালওয়ার এবার আরও শক্তিশালী, আপনার অজান্তেই App এর মাধ্যমে করে নিচ্ছে কেনাকাটা, এইভাবে সচেতন থাকুন

Joker Malware ShresthoTech

গুগল প্লে স্টোর (Google Play Store)-এ একের পর এক জোকার ম্যালওয়ার অ্যাটাক আমরা আগেও দেখেছি। বেশ কিছু অ্যাপ্লিকেশন কে সেই জন্য গুগল প্লে স্টোর থেকে রিমুভ করেও দিয়েছিল গুগল আগেই। এবার আরো এক সমস্যার সম্মুখীন করতে হচ্ছে Android ইউজারদের। জোকার ম্যালওয়ার আবার ফিরে এসেছে গুগল প্লে স্টোরে কয়েকটি App এর মধ্যে। খুব ভয়ংকর কান্ড করে চলেছে তারা। 

সাইবার সিকিউরিটি রিসার্চাররা এরকমই এগারটি অ্যাপ্লিকেশন খুঁজে বার করেছিল আগেই। এবার আরও কিছু অ্যাপ্লিকেশন পাওয়া গেল যেগুলি ফাইন্যান্সিয়াল ফ্রড (Financial Faud) করে ফেলতে পারে আপনার নামে। App গুলি অটোমেটিক আপনার নামে করে ফেলছে কেনাকাটা। এমন কি SMS ও Call পারমিশন নিয়ে রাখছে বলে আপনি জানতেও পারছেন না তাদের কান্ড।  

জেনেনিন : নেটফ্লিক্সের মধ্যে এবার গেমিং এর সুবিধা উপভোগ করবেন ইউজাররা, নতুন ফিচার নিয়ে আসা হচ্ছে খুব শীঘ্রই

30 হাজারের উপর ইনস্টলেশন রয়েছে এই অ্যাপ্লিকেশনগুলির। ZDNet এর রিসার্চাররা এই ব্যাপারটি খুঁজে বের করেছেন। তবে আনন্দের খবর এই এপ্লিকেশনগুলোকে ইতিমধ্যেই গুগল প্লে স্টোর থেকে রিমুভ করে দেওয়া হয়েছে। 

তবে এই ধরণের সমস্যা থেকে আপনি কিভাবে সচেতন থাকবেন? জেনেনিন এখানে- 

1। দয়াকরে স্মার্টফোনে অ্যাপ্লিকেশন ইনস্টল করার আগে সাবধান হয়ে যান। আপনি কোন এপ্লিকেশন ইন্সটল করছেন, তার কি কাজ সেটা ভালো করে খেয়াল করে দেখুন। 

2। অ্যাপ্লিকেশন ইন্সটলের পর সেই অ্যাপ্লিকেশন কি কি পারমিশন (App Permissions) চেয়ে নিচ্ছে সেটাও খেয়াল রাখুন। কোনো এপ্লিকেশনের ফটো এডিটিং কাজ, কিন্তু সেটি ফোন কল এবং এসএমএস ম্যানেজমেন্টের পারমিশন নিচ্ছে। তাহলে সেই অ্যাপ্লিকেশন থেকে সাবধান হয়ে যান।

3। গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর এর মত বিশ্বস্ত জায়গা বাদে অন্য কোন জায়গা থেকে দয়া করে এপ্লিকেশন ইন্সটল করার চেষ্টাও করবেন না। 

4। অচেনা অজানা লিংকে ক্লিক করবেন না। 

5। অপ্রয়োজনীয় Apps স্মার্টফোনে ইন্সটল রাখারও প্রয়োজন নেই। 

এই সমস্ত বিষয়গুলি মেনে চললে আপনি খুব সহজেই এই ধরণের বিপদ থেকে সচেতন থাকতে পারবেন। আপনার প্রিয়জন দেরও সচেতন করতে ভুলবেন না। এই রকমই সমস্ত লেটেস্ট টেক আপডেট সবার আগে পেতে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।