POCO F3 GT স্মার্টফোনটি লঞ্চ হয়ে গেল, রয়েছে দুর্দান্ত স্পেসিফিকেশন্স, জেনেনিন এর দাম, সেল ডেট সমস্ত কিছু বিস্তারিত ভাবে

POCO F3 GT ShresthoTech

লঞ্চ হয়ে গেল POCO F3 GT স্মার্টফোনটি। আপনি গেমার হন বা সাধারণ ইউজার, এর চোখ ধাঁধান স্পেসিফিকেশন্স আপনাকে হতবাক করে দেবে।  চলুন দেখে নেওয়া যাক এই স্মার্টফোন সম্পর্কে সমস্ত কিছু বিস্তারিত ভাবে। 

POCO F3 GT স্পেসিফিকেশন্স

POCO F3 GT স্মার্টফোনের ব্যবহার করা হয়েছে 6.7 ইঞ্চির এমোলেড ডিসপ্লে। এর রিফ্রেশ রেট 120Hz এর। টাচ স্যাম্পলিং রেট 480Hz এর। রয়েছে HDR10+ সার্টিফিকেশন। পেয়ে যাবেন ডাবল সাইডেড Gorilla Glass 5 এর প্রটেকশন। দুর্দান্ত গেমিং পারফরম্যান্স পাবেন আপনি এই স্মার্টফোনের ডিসপ্লের মধ্যে। রয়েছে ডুয়াল স্পিকারসও। এডভান্স গেমিং এক্সপিরিয়েন্স এর জন্য পেয়ে যাবেন কাস্টমাইজেবেল ট্রিগার বাটনও। 

প্রসেসর হিসাবে ব্যবহার করা হয়েছে MediaTek-এর Dimensity 1200। রয়েছে চেম্বার কুলিং সিস্টেম। যেটা খুব বেশি গরম হতে দেবে না এই স্মার্টফোনটি। আপনি যতই গেমিং করুন না কেন।

এবার আসা যাক স্মার্টফোনের ক্যামেরার ব্যাপারে। ক্যামেরার হিসাবে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। পেয়ে যাবেন 64 মেগাপিক্সেল এর প্রাইমারি ক্যামেরা, তার সাথে 8-megapixel আল্ট্রা-ওয়াইড এঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেল এর ম্যাক্রো লেন্স। রয়েছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।

ক্যামেরার চারপাশে আরো একটি নতুন চমক রয়েছে। ক্যামেরার পাশে আপনি পেয়ে যাবেন ট্যাকটিক্যাল আরজিবিও এবং থাকছে লাইটনিং নোটিফিকেশন। গেমিং এর সময় এই বা নটিফিকেশনের ক্ষেত্রে এই লাইটিংয়ের সুবিধা আপনি পেয়ে যাবেন। 

এবার আসা যাক ব্যাটারির ব্যাপারে। ব্যাটারি হিসেবে পাবেন 5065 mAh এর ম্যাসিভ ব্যাটারি। যেটা 56 ঘন্টা মিউজিক প্লেব্যাক টাইম দেবে, 21 ঘণ্টা দেবে ভিডিও প্লেব্যাক টাইম এবং 9 ঘণ্টা গেমিং করতে পারবেন। এমনটাই ক্লেইম করছে পোকো। সাথে আছে L শেপের চার্জিং ক্যাবল। ফলে চার্জ চলাকালীন গেমিং করতে আপনার অসুবিধা হবে না। সুবিধা হবে গ্রিপিংয়েও। 

জেনেনিন : জোকার ম্যালওয়ার এবার আরও শক্তিশালী, আপনার অজান্তেই App এর মাধ্যমে করে নিচ্ছে কেনাকাটা, এইভাবে সচেতন থাকুন

তার সাথে রয়েছে 67W Fast Charging। যেটা 0-100 পার্সেন্ট চার্জ করে দেবে মাত্র 30 মিনিটের মধ্যে। আর মাত্র 15 মিনিটের মধ্যে করে দেবে 50 পার্সেন্ট চার্জ। স্মার্টফোনটিতে Android 11 এর উপর বেস করে MIUI 12.5 পাবেন। থাকছে 5G, 4G VoLTE, IR Blaster, Bluetooth 5.0, GPS, USB-Type C Port, Side Mounted Fingerprint Sensor।

POCO F3 GT স্মার্টফোনটির দাম 

তিনটে স্টোরেজ ভেরিয়েন্টে স্মার্টফোনটি ভারতে উপলব্ধ রয়েছে। একটা 6GB-128GB তার সাথে একটা 8GB-128GB এবং অপরটি 8GB-256GB। 6GB-128GB ভেরিয়েন্ট এর দাম রাখা হয়েছে 26,999 টাকা। 8GB-128GB ভেরিয়েন্ট এর দাম রাখা হয়েছে 28,999 টাকা। আর 8GB-256GB ভেরিয়েন্ট এর দাম রাখা হয়েছে 30,999 টাকা। 

জেনেনিন : Tokyo Olympics উপলক্ষে ডাইনোসর গেমে এসে গেম রঙের ছোঁয়া, খুবই মজা লাগবে খেলতে

এই প্রথম সেল শুরু হচ্ছে জুলাইয়ের 26 তারিখ থেকে। সেল হবে ফ্লিপকার্ট এর মাধ্যমে। তবে আগস্টের 2 তারিখের মধ্যে আপনি যদি এই স্মার্টফোনটি নেন তাহলে এই ভেরিয়েন্ট গুলির জন্য দাম পড়বে যথাক্রমে 25,999 27,999 এবং 29,999 টাকা। এছাড়াও আগস্টের 3 তারিখ থেকে 9 তারিখের মধ্যে আপনি যদি এই স্মার্টফোন কেনেন আপনি পেয়ে যাবেন যথাক্রমে 26,499, 28,499 এবং 30,499 টাকায়। 

কেমন লাগলো এই স্মার্টফোনের স্পেসিফিকেশন্স আপনার? অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।