স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তে একাউন্ট রয়েছে? টাকা লোপাট হয়ে যাওয়া থেকে এই ভাবে সচেতন থাকুন, বিজ্ঞপ্তি জারি করল SBI

StateBank of India Security ShresthoTech

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India) তে একাউন্ট আমাদের অনেকেরই রয়েছে এবং এই ব্যাংক অত্যন্ত জনপ্রিয় সকলের কাছে। বর্তমানে সাইবার ক্রাইমের পরিমাণ বেড়েছে অত্যন্ত রকম ভাবে। সেই পরিস্থিতিতে সকলকে সচেতন করে এক পোস্ট করেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। যেখানে বেশ কিছু পদক্ষেপের কথা বলা হয়েছে। সেই পদক্ষেপগুলো মানলে আপনার একাউন্ট এবং আপনার কষ্টার্জিত টাকা, দুটোই সিকিওর থাকবে। দেখে নেওয়া যাক সেই পদক্ষেপগুলো এক ঝলকে। 

টাকা লোপাট হয়ে যাওয়া থেকে এই ভাবে সচেতন থাকুন

অতিসম্প্রতি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই বিষয়ে বিস্তারিত জানিয়ে একটি পোস্ট করেছে তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল। যেখানে তারা প্রথমেই জানিয়েছে শেয়ারিং ইজ নট কেয়ারিং (Sharing is Not Caring)। অবশ্যই আপনার পার্সোনাল ইনফরমেশন কারো সাথেই শেয়ার করা একদমই ঠিক নয়। তিনি যতই আপনার পরিচিত হোন না কেন। শুধুমাত্র এখানেই থেমে থাকেনি তাদের সতর্ক বার্তা। 

সাইবারক্রাইম থেকে বাঁচতে তারা একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে এর সাথে। এক ঝলকে দেখে নেওয়া যাক সেগুলোই। 

1.সোসাল প্লাটফর্ম গুলোতে কখনোই আপনার পার্সোনাল ইনফরমেশন না শেয়ার করা হয়। এমনকি আপনার গুরুত্বপূর্ণ ডকুমেন্টের ডিটেলস বা তার সাথে আপনার জন্ম তারিখ। এই ধরনের গুরুত্বপূর্ণ জিনিস গুলো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা থেকে বিরত থাকাই শ্রেয়।

2. তারই সাথে দ্বিতীয় যে ব্যাপারটা তারা জানিয়েছে তা অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেটা হল ভ্যাক্সিনেশন সার্টিফিকেট বা এই ধরনের কোন ডকুমেন্টস সোশ্যাল মিডিয়ায় যেন পোস্ট না করা হয়। এই বিষয়ে আমরা আগেই সচেতন করেছিলাম আপনাদের। ভ্যাক্সিনেশন সার্টিফিকেট এর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ তথ্য থাকে। যেগুলো থেকে আপনার উপর সাইবার অ্যাটাক করা হতে পারে। তাই দয়া করে এই ডিটেইলস শেয়ার করা থেকে বিরত থাকুন। 

3। অথেন্টিসিটি না বিচার করে কাউকে দয়া করে ফান্ড ট্রান্সফার যেন না করা হয়। এই ভুলটা আমরা অনেক সময় করে থাকি। যাকে টাকা পাঠাচ্ছেন তিনি প্রকৃতপক্ষে সেই ব্যক্তি কিনা, সেটা ভালোভাবে যাচাই করে নিন এবং তারপর তাকে টাকা পাঠান।  

জেনেনিন : Google Chrome ব্যবহার করেন? এই কাজটি করুন, না হলে হ্যাক হয়ে যেতে পারে আপনার ডিভাইস

4। পরের যে বিষয়টা নিয়ে তারা সচেতন করেছে তা হল আনভেরিফাইড লিংক বা সন্দেহজনক কোন লিংকে যেন ক্লিক না করা হয়। একটা লিংকে ক্লিক করার মাধ্যমে আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়ে যেতে পারে। তাই দয়া করে অজানা অচেনা কোন লিংকে একদমই ক্লিক করবেন না। 

5। দয়া করে কারো সাথেই আপনার ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড ডিটেলস অথবা ইন্টারনেট ব্যাংকিং ক্রেডেন্সিয়ালস শেয়ার করবেন না। এই ধরনের ইনফরমেশন শেয়ার করলে খুব সহজে আপনার একাউন্ট থেকে টাকা লোপাট হয়ে যেতে পারে। 

6। ফেক মেসেজ এবং মিসইনফর্মেশন থেকে সচেতন থাকুন। অনেক মেসেজ পাঠিয়ে ক্লেম করা হয় এই মেসেজের লিংকে ক্লিক করলে অনেক টাকা পুরস্কার পাবেন। বা আপনি এত টাকা পুরস্কার জিতেছেন সেজন্য এখানে উত্তর দিন। দয়া করে এই ধরনের মেসেজ সম্পর্কে সচেতন থাকুন। এমনকি শেয়ার করারও প্রয়োজন নেই ধরনের মেসেজ কারো সাথে। 

7। আর সব শেষে তারা জানাতে ভোলেননি এই ধরনের কোন সমস্যা হলে কোথায় রিপোর্ট করতে হবে। রিপোর্ট করার জন্য www.sci.gov.in এই ওয়েবসাইটে যান। 

অবশ্যই এই সচেতন মূলক পোস্ট শেয়ার করুন আপনার প্রিয়জন দের সাথে। শুধুমাত্র স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার কাস্টমাররাই নন। আপনি যদি অনলাইন ব্যাংকিং ইউজ করেন তাহলে অবশ্যই এই সমস্ত সচেতনতা গুলো মেনে চলুন। আর শ্রেষ্ঠ থাকুন। 

এইরকমই লেটেস্ট সচেতনমূলক পোস্ট মিস না করতে চাইলে আমাদের সাথে যুক্ত থাকতে ভুলবেন না। আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।