SpaceX এবং Tesla এর মতো জনপ্রিয় কোম্পানি গুলির জন্য ইতিমধ্যে ইলন মাস্কের জনপ্রিয়তা সারা পৃথিবীর প্রায় সব দেশেই। ভারতে নতুন বছরের প্রথম এই টেসলার ইলেকট্রিক কার আসতে চলেছে এমন ঘোষণা আমরা জানতে পেরেছিলাম। তার সাথে টেসলার নতুন অফিস তৈরি করা হয়ে গিয়েছিল ভারতে।
এবার এই ইলন মাস্কের নতুন আরেক প্রোডাক্ট ভারতে আসতে চলেছে এবং যার জন্য রীতিমতো শোরগোল পড়ে গেছে ভারতের টেলিকম ইন্ডাস্ট্রিতে। ইলন মাস্কের এই কোম্পানির নাম Starlink। বেসিক্যালি এটা একটি স্যাটেলাইট বেসড ইন্টারনেট সার্ভিস প্রভাইডার। এর সাহায্যে সরাসরি স্যাটেলাইট থেকে ইন্টারনেট কানেক্টিভিটি পাওয়া যাবে।
বিশেষত অত্যন্ত দূরবর্তী এলাকাগুলিতে, যেখানে দ্রুতগতির ইন্টারনেট পাওয়া খুব মুশকিল সেই সমস্ত জায়গায় এই সার্ভিস খুব সহজেই পৌঁছে দেওয়া যাবে।এবার ভারতে এর প্রি-অর্ডার শুরু করে দিলো স্টারলিংক।
কিভাবে প্রি-অর্ডার করবেন জেনে নিন বিস্তারিত!
স্টারলিংকের ইন্টারনেট কানেকশন যদি আপনার প্রয়োজন হয় তাহলে আপনি আজই প্রি-বুক করতে পারবেন। অর্ডার করার জন্য প্রথমেই Starlink এর অফিশিয়াল ওয়েবসাইটে চলে যান। সেখানে গিয়ে আপনি ইমেইল এড্রেস দেওয়ার একটি জায়গা পেয়ে যাবেন। তার নিচে দেওয়া থাকবে আপনার ঠিকানা দেওয়ার জায়গা।
এই দুটি ঠিক ভাবে দিয়ে দেওয়ার পর আপনি অর্ডার নাও(Order Now) অপশনে ক্লিক করে দিন। অর্ডার নাও অপশনে ক্লিক করার পর আপনাকে দেখিয়ে দেওয়া হবে আপনার বেছে নেওয়া এলাকাতে স্টারলিংক কত সালের মধ্যে কভারেজ দেওয়ার প্ল্যান করছে সেই বিষয়টা।
তারপর নিচে এই প্রি-বুকিং করার জন্য আপনাকে 99 ডলার পেমেন্ট করে দিতে হবে। যেটা ভারতীয় মুদ্রায় প্রায় 7 হাজার 200 টাকা হয়ে যাচ্ছে। তার পরের পেজে আপনার নাম, ফোন নাম্বার দিয়ে তারপর পেমেন্ট করার জন্য ক্রেডিট কার্ড ইনফরমেশন দিয়ে Place Order অপশনে ক্লিক করে দিন।
জেনে নিন : Amazon Alexa দেশে করলো 3 বছর পূর্ণ, দেখেনিন ভারতীয়দের কেমন প্রশ্ন সামলাতে হয় তাকে!
এই এমাউন্ট রিফান্ডেবেল। তবে টাকা পেমেন্ট করে দেওয়া মানেই আপনি নিশ্চিতভাবে সার্ভিস পাবেন এমন গ্যারেন্টি দিচ্ছেনা Starlink। আমরা ইতিমধ্যে বেশ কয়েকটা এড্রেস দিয়ে দেখতে চেয়েছিলাম কত সালের মধ্যে স্টারলিকের সার্ভিস অ্যাভেলেবেল হয়। দেখা যাচ্ছে 2022 সালের আগে প্রায় কোন জায়গাতেই সেই সার্ভিস অ্যাভেলেবেল হবেনা।
প্রসঙ্গত উল্লেখ্য, এই স্টারলিংয়ের ইন্টারনেট সার্ভিস সারা বিশ্বজুড়ে এখন বেটা টেস্টিং এর পর্যায়ে রয়েছে এবং কিছু কিছু দেশের কাস্টমার ইতিমধ্যে স্টারলিংক এর কিট ইন্টারনেট কিট ও পেতে শুরু করেছেন। এর মধ্যে থাকছে একটি রাউটার। তার সাথে থাকছে এন্টেনা, তার মাউন্ট থাকছে একটা এবং তার সাথে পাওয়ার সাপ্লাই কেবিল থাকছে। আর খুব সহজেই এটাকে সেটআপ করা যাচ্ছে।
সঠিক ভাবে শুরু হয়ে গেলে আপনিও কি এই সার্ভিস নিতে ইচ্ছুক?