ফেসবুক আনতে চলেছে তদের নিজস্ব স্মার্টওয়াচ, জেনেনিন কি কি বিষয় আলাদা থাকবে ?

facebook smartwatch

টেকনোলজি জগতে ইতিমধ্যেই স্মার্টওয়াচের চাহিদা অত্যন্ত রকমের বেশি। তার সাথে এর জনপ্রিয়তাও বেশি। এত জনপ্রিয়তা ও চাহিদা সত্ত্বেও এবার নতুন এক স্মার্টওয়াচ তৈরির ব্যাপারে অনেকটাই এগিয়ে গেছে বলে মনে করা হচ্ছে ফেসবুক। 

কথাটা শুনে অবাস্তব মনে হলেও এটাই সত্যি। এবার ফেসবুক নিয়ে আসতে চলেছে তাদের নিজস্ব স্মার্টওয়াচ। এই বিষয়ে যাবতীয় কাজকর্ম তারা শুরু করে দিয়েছে বলেই The Information থেকে পাওয়া এক তথ্য থেকে জানতে পারছি আমরা। তবে সাধারণ স্মার্টওয়াচের তুলনায় ফেসবুকের এই স্মার্টওয়াচের কিছু বৈশিষ্ট্য আলাদা থাকবে এটা নিশ্চিতভাবেই বলা যায়।

কি কি বিশেষ বৈশিষ্ট্য পাবেন ফেসবুকের এই স্মার্টওয়াচে ?

এই স্মার্টওয়াচের মধ্যে অন্যান্য স্মার্টওয়াচের মতই হেলথ এবং ফিটনেস এর যাবতীয় ফিচারগুলো তো পাওয়া যাবেই। তার সাথে মনে করা হচ্ছে এই স্মার্টওয়াচের সাহায্যে ফেসবুকের যে সমস্ত সার্ভিসগুলো রয়েছে যেমন- ফেসবুক মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামের মতো অ্যাপ্লিকেশন। সমস্ত কিছুকে খুব সহজেই ব্যবহার করতে পারবেন এই স্মার্টওয়াচে। প্লিকেশন গুলোকে ব্যবহার করে খুব সহজেই মেসেজ পাঠানোও যাবে এই স্মার্ট ওয়াচ থেকে বলে মনে করা হচ্ছে।

সেলুলার কানেকটিভিটির সাথেও আসতে পারে এই স্মার্টওয়াচ। ফেসবুক তাদের নিজস্ব অপারেটিং সিস্টেম নিয়েও কাজ করে যাচ্ছে। যেটা পরবর্তীকালে এই টেকনোলজির আরও উন্নতি করতে সাহায্য করবে। ফেসবুকের স্মার্টওয়াচ হতে চলেছে অ্যান্ড্রয়েড বেসড।

জেনে নিন : ফেসবুক আনতে চলেছে তদের নিজস্ব স্মার্টওয়াচ, জেনেনিন কি কি বিষয় আলাদা থাকবে ?

প্রসঙ্গত উল্লেখ্য, ইতিমধ্যেই ফেসবুক Oculus নামে ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট(VR Headset) তৈরির বিষয়ে এগিয়ে গেছে। তারই সাথে এবার এই স্মার্টওয়াচের তৈরিতে অনেকটা এগিয়ে গেল ফেসবুক। তাই মনে করা হচ্ছে Apple এর মত স্মার্টওয়াচ নির্মাতা দের সাথে এবার জোর টক্কর হতে চলেছে ফেসবুকের। তবে ফেসবুকে কাছ থেকে এই ব্যাপারে আমরা এখনো পরিষ্কারভাবে জানতে পারিনি যে এই স্মার্টওয়াচ কবে লঞ্চ করা হবে বা এর দাম কত হতে পারে।

মনে করা হচ্ছে আগামী বছরেই বাজারে চলে আসতে পারে এই স্মার্টওয়াচ।