খুব শীঘ্রই হোয়াটসঅ্যাপে আসছে এই নতুন ফিচারগুলি, এখুনি জেনে নিন কি কি ?

whatsapp upcoming new features

হোয়াটসঅ্যাপ তাদের ইউজারদের জন্য প্রায়ই নানান ফিচারস নিয়ে আসে। যেগুলো তাদের ব্যবহারকারীদের নানান ধরনের সুবিধা দিতে থাকে। এবার মনে করা হচ্ছে নতুন বছরে হোয়াটসঅ্যাপে আরো নতুন কিছু ফিচার আসতে চলেছে। এবার দেখে নেওয়া যাক কোন কোন ফিচারগুলো হোয়াটসঅ্যাপে আসতে চলেছে খুব শীঘ্রই!

হোয়াটসঅ্যাপ ওয়েব ভয়েস ও ভিডিও কল

খুব শীঘ্রই WhatsApp Web এ আসতে চলেছে ভয়েস এবং ভিডিও কলের সুবিধা। এতদিন পর্যন্ত হোয়াটসঅ্যাপ ওয়েবে এই ভয়েস কল এবং ভিডিও কলের সুবিধা আমরা পেতাম না। যার ফলে অসুবিধা হতো অনেকেরই। উপলব্ধ হলে এই নতুন সুবিধা সকলেরই কাজে দেবে। WhatsApp ওয়েবে লগিনের সময় এক্সট্রা লেয়ার সিকিউরিটি তো আসছেই। তারই সাথে WhatsApp Web এর এই সুবিধা সকলেরই অনেক কাজে দেবে। 

মাল্টি ডিভাইস সাপোর্ট (multi-device support)

টেলিগ্রাম এর মতো অ্যাপ্লিকেশনের multi-device সাপোর্ট রয়েছে। এই সুবিধা তে আপনি একটা একাউন্ট কেই বিভিন্ন ডিভাইস থেকে একসাথে লগইন করতে পারবেন এবং একই সাথে ব্যবহার করতে পারবেন। এই সুবিধা হোয়াটসঅ্যাপে ছিল না আগে। তবে মনে করা হচ্ছে খুব শীঘ্রই হোয়াটসঅ্যাপে multi-device সাপোর্ট আসতে চলেছে। কিছুদিন ধরেই এই সুবিধা উপলব্ধ রয়েছে বিটা টেস্টার দের জন্য। এবার মনে করা হচ্ছে গ্লোবাল ইউজারদের জন্যও এসে যাবে খুব তাড়াতাড়ি এই সুবিধা।

মিউটেড ভিডিও 

হোয়াটসঅ্যাপের মিউট ভিডিও(Mute Video) ফিচারটি এখন টেস্টিং পর্যায়ে রয়েছে। আমাদের অনেক সময় হোয়াটসঅ্যাপে এমন ভিডিও পাঠানোর প্রয়োজন হয় যার অডিও বন্ধ করে দেওয়া দেওয়া হলে ভালো হয়। এতদিন পর্যন্ত এই সুবিধা পাওয়া যেত না।

জেনে নিন : ভারতে আসছে ইলন মাস্কের ইন্টারনেট কোম্পানি, কিভাবে pre-book করবেন?

এবার মনে করা হচ্ছে খুব সহজেই এই মিউটেড ভিডিও ফিচার পাওয়া যাবে সাধারণ ইউজারদের জন্য। যার ফলে ভিডিও পাঠানোর আগে এডিটিং স্ক্রিনে আপনি ভিডিওর অডিও মিউট করে দিতে পারবেন। নিঃসন্দেহে এটা খুব সুবিধার ব্যাপার হবে সকল ইউজারদের জন্য।

সমস্ত লেটেস্ট টেক নিউজ সবার আগে পেতে জয়েন করুন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে