এবার শপিফাইও তার কর্মচারীদের ঘর থেকে কাজ করার পার্মানেন্ট সুবিধা করে দিল, উপকৃত হবেন সবাই

এর আগে প্রথম টুইটার ঘোষণা করেছিল যে তারা তাদের কর্মচারীদের ওয়ার্ক ফ্রম হোম করার সুযোগ দেবে । এবং অনির্দিষ্টকালের জন্য তাদের অফিস বন্ধ থাকবে বলে জানিয়েছিল তারা। 

তাদের দেখানো পথে অবলম্বন করেছে ফেসবুক। এবার শপিফাই ঘোষণা করল তারাও তাদের ইমপ্লয়ীদের ওয়ার্ক ফ্রম হোম করতে সুবিধা দেবে অনির্দিষ্টকালের জন্য। 

শপিফাই জানিয়েছে যে তারা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ রাখবে তাদের অফিস গুলিকে। 2021 সালের আগে সেগুলি খোলার কোনো সম্ভাবনা প্রায়ই নেই। 

তার পরেও তারা তাদের কর্ম পদ্ধতি অফিস কেন্দ্রিক না করে ওয়ার্ক ফ্রম হোম এর উপর জোর দেবে। 

করোনা ভাইরাসের জন্য বিশ্বের তাবড় তাবড় টেক কোম্পানিগুলো এখন এই ওয়ার্ক ফ্রম হোম কেই তাদের কাজের মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন । 

আরও জানুন : এবার এয়ারটেল আনলো ডেটা ভাউচার, টক্কর হবে জিওর সাথে !

নিশ্চিতভাবেই, এটা করতে অনেক অসুবিধার মধ্যে পড়তে হলেও বর্তমান পরিস্থিতিতে এইটা সবথেকে প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ।