ভারতে ফুড ডেলিভারি সার্ভিস শুরু করে দিল অ্যামাজন ইন্ডিয়া

জিনিসপত্র কেনাকাটার প্লাটফর্ম অ্যামাজন ইন্ডিয়া ভারতে এবার নতুন এক সার্ভিস শুরু করে দিল।এবার তারা ফুড ডেলিভারিও করতে চলেছে।

জিনিসপত্র কেনা কাটা প্লাটফর্ম হিসেবে তাদের যাত্রা শুরু হলেও ভারতে ক্রমশ তাদের বাজার বিস্তার করেই চলেছে অ্যামাজন ইন্ডিয়া । 

এর আগেও আমরা দেখেছিলাম তারা অ্যামাজন পেমেন্ট সার্ভিস ইন্ট্রোডিউস করেছিল ভারতবর্ষে । যা এখন দেশের জনগণের মধ্যে অত্যন্ত জনপ্রিয় । এবার তারা লঞ্চ করল ফুড ডেলিভারি সার্ভিস। 

কিভাবে ফুড ডেলিভারি সার্ভিস কাজ করবে ? 

এই ফুড ডেলিভারি সার্ভিস এর মাধ্যমে আপনি আপনার বাড়ি থেকেই নিকটস্থ কোনো রেস্টুরেন্টের থেকে খাবার অর্ডার করতে পারবেন । তবে এখনো পর্যন্ত দেশের সমস্ত জায়গায় এই ফুড ডেলিভারি সার্ভিস শুরু হয়নি । শুধুমাত্র বেঙ্গালুরুর কয়েকটি সিলেক্টেড পিন কোডেই শুরু করা হয়েছে পরীক্ষামূলকভাবে এই সার্ভিস । আশা করে যাচ্ছে দেশের বাকি অংশগুলোতেও শীঘ্রই শুরু করে দেবে অ্যামাজন ইন্ডিয়া তাদের এই নতুন সার্ভিস ।

আরও জানুন : প্লে ষ্টোরে সাংঘাতিক ভাবে কমে গেল টিকটকের রেটিং, চলছে লড়াই !

করোনা ভাইরাসের প্রভাবে এখন ফুড ডেলিভারি সার্ভিস গুলোর সঠিক হাইজিন বজায় রাখা সহ, খাবার ডেলিভারিরও চাহিদা তুঙ্গে।

তাই এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে আমাজন সার্ভিস কেমন ভাবে কাস্টমারদের উপকারে লাগতে পারে এবং জমাটো ও সুইগির সাথে কম্পিটিশনে টিকে থাকতে পারে সেটাই এখন লক্ষণীয়।