এবার এই প্রচেষ্টা অবশ্যই তাদের ইউজারদের অনেক সাহায্য করবে এই উৎসবের আবহে। রমজান উপলক্ষে এবার দারুণ এক্সাইটিং অফার নিয়ে চলে এলো BSNL ।
এবার BSNL তাদের প্রিপেড কাস্টমারদের জন্য এই অফার নিয়ে এল। এর জন্য অনেক BSNL কাস্টমাররা উপকৃত হবেন।
কি অফার নিয়ে এলো BSNL ?
BSNL এর এই রমজান স্পেশাল অফার এ আপনি 30 জিবি হাই স্পিড ডেটা পেয়ে যাবেন। এবং তার সাথে পাবেন 786 টাকার টকটাইম বেনিফিট । আর এটি ভ্যালিড থাকবে 90 দিনের জন্য। আর এই প্যাকটা দাম হচ্ছে 786 টাকা ।
আজকেই BSNL এই প্যাকটি লঞ্চ করেছে । এর এই প্ল্যানটি থাকবে আগামী 30 দিনের জন্য ! অর্থাৎ এর মধ্যে আপনি চাইলে এই প্যাকটি রিচারজ করতে পারবেন ! ।
এর আগেও আমরা দেখেছিলাম বিভিন্ন টেলিকম কম্পানীগুলো নানান ধরনের অফার নিয়ে আসছে তাদের কাস্টমারদের কথা ভেবে । এবার BSNL এর এই প্রচেষ্টা অবশ্যই তাদের ইউজারদের অনেক সাহায্য করবে তাদের প্রিপেড কাস্টমারদের জন্য ।
আরও জানুন : সেলের প্রথম 128 সেকেন্ডের মধ্যেই 70,000 ইউনিটের বেশি বিক্রি হল রিয়েলমির এই স্মার্টফোন, হতবাক করা তথ্য !
এর সাহায্যে অনেক BSNL কাস্টমাররা উপকৃত হবেন।