এয়ারটেল নিয়ে এলো “ওয়ার্ক ফ্রম হোম” ডেটা ভাউচার। করোনাভাইরাস মহামারীজনিত কারণে গোটা দেশ লকডাউনের অধীনে, যার ফলে ইন্টারনেটের ইউস বহুগুণ বেড়েছে।
এর কিছুদিন আগেই জিও “ওয়ার্ক ফ্রম হোম” কে আরো সহজ করে তোলার জন্য এনেছিল 3টি ডেটা ভাউচার।
দেখে নিন জিওর সেই 3টি ডেটা ভাউচার।
1.Rs 251: এই ভাউচার এ আপনি পাবেন 50 জিবি ডেটা, বৈধতা আপনার চালু প্ল্যানের বৈধতা অনুযায়ী।
2.Rs 201: এই ভাউচার এ আপনি পাবেন 40 জিবি ডেটা, বৈধতা আপনার চালু প্ল্যানের বৈধতা অনুযায়ী।
3. Rs 151: এই ভাউচার এ আপনি পাবেন 30 জিবি ডেটা, বৈধতা আপনার চালু প্ল্যানের বৈধতা অনুযায়ী।
এবার এয়ারটেল জিওর পথ অনুসরণ করলো। টক্কর হবে জিওর সাথে !
কি কি ডেটা ভাউচার লঞ্চ করলো এয়ারটেল?
ভাউচার 251: এই ভাউচার আপনাকে দেবে 50 জিবি ডেটা,বৈধতা আপনার চালু প্ল্যানের বৈধতা অনুযায়ী।
যদি প্রিপেড প্ল্যানের বৈধতা হয় 365 দিন তাহলে ঐ ভাউচারটিরও বৈধতা হবে সেম।
অর্থাৎ, জিও আর এয়ারটেল একই মূল্যে এই ডেটা ভাউচার দিচ্ছে।
ভাউচার 98(রিভাইসড): এর আগে এই ডেটা ভাউচারে আপনি উপভোগ করতেন 6GB ডেটা মাত্র 28 দিনের বৈধতার সঙ্গে।
এই প্ল্যান রিভাইসড করেছে এয়ারটেল।
বর্তমানে, আপনি একই টাকায় পেয়ে যাবেন 12GB হাই স্পিড ডেটা। ভ্যালিডিটি পাবেন আপনার চালু প্ল্যানের বৈধতা অনুযায়ী।
আরও জানুন : দেখে নিন জিও,ভোডাফোন ও এয়ারটেলের দৈনিক 1.5 GB ডেটা সহ বার্ষিক প্ল্যানগুলি, সাথে আরও সুবিধা !
মানুষ বাড়ি থেকে কাজ করার জন্য, বাড়ি থেকে কিছু শেখার জন্য এবং এমনকি বাড়ি থেকে শেখানোর জন্য ইন্টারনেটের ওপর নির্ভর করে আছেন এখন। তাই, এয়ারটেলের এই ভাউচারগুলি অনেকের “ওয়ার্ক ফ্রম হোম”কে নিঃসন্দেহে আরো সহজ করে তুললো।