খুব সহজেই Google Maps ব্যবহার করে Real Time Location শেয়ার করুন, জেনেনিন গুগল ম্যাপস লোকেশন শেয়ারিং সম্পর্কে খুঁটিনাটি

share your real time location with google maps very easily

দৈনন্দিন জীবনে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে আমরা প্রত্যেকেই গুগল ম্যাপস (Google Maps) ব্যবহার করি। আর গুগলের এই জনপ্রিয় ম্যাপ অ্যাপ্লিকেশনটি রীতিমতো প্রয়োজনে লাগে সবাইকারই। কিন্তু এই ম্যাপস এর মধ্যেও এমন কিছু ফিচার রয়েছে যেগুলো সম্পর্কে আমরা সচরাচর জানিনা। অথচ সেগুলো আমাদের নানান সুবিধা প্রদান করতে পারে। 

গুগোল মাপস এ রিয়েল টাইম লোকেশন শেয়ারিং (Real Time Location Sharing) অপশনটি হল এমনই এক ফিচার। আমরা জেনে নেব কিভাবে আপনি গুগল ম্যাপস ব্যবহার করে আপনার রিয়েল টাইম লোকেশন লোকেশন শেয়ার করতে পারবেন। 

কিভাবে গুগল ম্যাপস ব্যবহার করে নিজের লোকেশন শেয়ার করতে পারবেন?

গুগল মাপস ব্যবহার করে নিজের লোকেশন শেয়ারের জন্য প্রথমেই আপনার স্মার্টফোনে গুগল ম্যাপস অ্যাপ্লিকেশনটি ওপেন (Open) করে নিন। 

তারপর ডানদিকের উপরের কোনায় আপনার প্রোফাইল আইকনের (Profile Icon) উপর ক্লিক করুন। তাহলেই তার মধ্যে যে মেনু টা খুলবে সেখানে আপনি লোকেশন শেয়ারিং (Location Sharing) অপশন পেয়ে যাবেন।

লোকেশন সেটিং (Location Sharing) অপশন এর উপর ট্যাপ করুন। এবার পাবেন New Share অপশন। তারপর Share Your Real Time Location অপশনে ট্যাপ করলেই আপনাকে সময় নির্বাচন করতে বলা হবে। আপনি এক ঘন্টা থেকে 3 দিন অথবা যতক্ষন না বন্ধ করা হচ্ছে ততক্ষণ (Untill You Turn This Off) এর জন্য লোকেশন শেয়ার অপশনটি এনেবেল করতে পারবেন। 

জেনেনিন : YouTube-এর এই সেটিংস আপনার অনেক সময় বাঁচাবে, অবশ্যই জেনেনিন অসাধারণ ইউটিউব সেটিংস

তারপরে নিচে হোয়াটসঅ্যাপ মেসেজ বা SMS এর মাধ্যমে এই লোকেশন লিঙ্কটি শেয়ার করার অপশন আপনি পেয়ে যাবেন। এগুলির মাধ্যমে আপনার লোকেশন লিঙ্কটা (Location) পাঠিয়ে দিতে পারবেন। এর ফলে তারা যখন আপনার লোকেশন লিংকটি ওপেন করবেন। তখন আপনার রিয়েল টাইম লোকেশন (Real Time Location) দেখতে পারবেন।

তবে অবশ্যই খেয়াল রাখুন

এই সুবিধাটা উপলব্ধ করার জন্য আপনার স্মার্টফোনে ইন্টারনেট কানেকশন (Internet Connection) সবসময় অন রাখতে হবে। এবং তার সাথে লোকেশন (Location) অন করে রাখতে হবে। অন্যথায় যাকে আপনি পাঠাচ্ছেন আপনার রিয়েল টাইম লোকেশন তিনি সব সময় আপনার লোকেশন দেখতে পারবেন না। এ

ইভাবে আপনি গুগল ম্যাপ অ্যাপ্লিকেশন কে ব্যবহার করে আপনার রিয়েল টাইম লোকেশন সেন্ড করতে পারবেন আপনার বন্ধুদেরকে, আত্মীয়-পরিজন কে। আর তাদেরকে সারাক্ষণ আপনি কোন লোকেশনে রয়েছেন সেটা দেখিয়ে চিন্তা মুক্ত রাখতে পারবেন। তাই প্রয়োজন হলে অবশ্যই গুগল ম্যাপসের এই সুন্দর রিয়েল টাইম লোকেশন শেয়ারিং ফিচারটি কে ব্যবহার করুন। 

এই বিষয়ে কয়েকটি প্রশ্ন আমাদের মনে আসে সেগুলো অবশ্যই দেখে নেওয়া যাক-

এই বিষয়ে কোন প্রশ্ন থাকলে অবশ্যই নীচে কমেন্ট করে জিজ্ঞাসা করতে ভুলবেন না। যদি টিউটোরিয়ালটি ভালো লাগে অবশ্যই শেয়ার করুন। সমস্ত Latest Tech News সবার আগে পেতে জয়েন করুন আমাদের Telegram গ্রুপ। সাথে Twitter ও Facebook-এ আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।