এবার বাচ্চাদের কথা ভেবেই নতুন এক স্মার্টওয়াচ লঞ্চ করেছিল GoQii কোম্পানি। নাম GoQii Smart Vital Junior Smartwatch! এর মধ্যে আকর্ষণীয় সমস্ত স্পেসিফিকেশনস রয়েছে। চলুন দেখে নেওয়া যাক এই স্মার্টওয়াচ সম্পর্কে সমস্ত কিছু বিস্তারিতভাবে।
GoQii Smart Vital Junior Smartwatch স্পিসিফিকেশনস-
GoQii-র Smart Vital Junior Smartwatch এর মধ্যে আপনি পেয়ে যাবেন 1.3 ইঞ্চির কালার ডিসপ্লে। যার মধ্যে অবশ্যই অনেক ওয়াচ ফেস ব্যবহার করে আপনি পার্সোনালাইজড করতে পারবেন।
এর মধ্যে অনেক হেলথ ট্রাকিং এর অপশন। থাকবে 24×7 হার্ট রেট মনিটরিংয়ের (Heart Rete Monitoring) সুবিধা। এই মুহূর্তে যেটা অত্যধিক প্রয়োজন সেই SpO2 ব্লাড অক্সিজেন মনিটরিংয়ের (SpO2 Blood Oxygen Monitoring) সুবিধা থাকছে। এমনকি বডি টেম্পারেচার ট্রাকিং (Body Temperature Tracking) এর সুবিধা পাওয়া যাবে। এছাড়াও এই স্মার্টওয়াচে পাওয়া যাচ্ছে স্লিপ ট্রাকিং (Sleep Tracking) এর সুবিধা।
তার সাথে এই স্মার্টওয়াচে আপনি পেয়ে যাবেন নানান অ্যাক্টিভিটি ট্রাকিং (Activity Tracking) এর সুবিধা। রয়েছে নানান অ্যাক্টিভিটি মোড। যার মধ্যে আঠারোটা অ্যাক্টিভিটি মোড আপনি পেয়ে যাবেন। রয়েছে বাস্কেটবল, টেনিস থেকে শুরু করে ক্রিকেট, রানিং, ওয়াকিং ইত্যাদি গুরুত্বপূর্ণ অ্যাক্টিভিটি ট্র্যাকিংয়ের সুবিধা।
রয়েছে 230mAh এর ব্যাটারি। আপনি যদি সবসময় এই স্মার্টওয়াচের সমস্ত ফিচার ব্যবহার করেন তাহলে একবার সিঙ্গেল চার্জে সাত দিনের ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। ব্যাটারীতে চার্জ দেওয়ার জন্যও খুব বেশি ঝামেলায় পড়তে হবে না আপনাকে। ম্যাগনেটিক চার্জার পেয়ে যাবেন আপনি এই স্মার্টওয়াচকে চার্জ দেওয়ার জন্য।
সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হল এই স্মার্টওয়াচের সাথেই আপনি পেয়ে যাবেন তিন মাসের সম্পূর্ণ বিনামূল্যে পার্সোনাল কোচিং এর সুবিধা। যেটা আপনি পাবেন এর কম্পেনিয়ন অ্যাপ্লিকেশনের মাধ্যমে।
স্মার্টওয়াচটির রং-
স্মার্টওয়াচটি আপনি দশটি রঙে পেয়ে যাবেন এবং রংগুলো রীতিমতো আকর্ষণীয়। সেগুলি হল- Rainbow, Red & Black, Zebra Black, Cherry & Cream, Bubblegum Pink, Blue & White, Santa Red, Olive Green, White & Pink, and Ocean Blue।
GoQii Smart Vital Junior Smartwatch এর দাম-
এই স্মার্টওয়াচের দাম রাখা হয়েছে 4,999 টাকা। এবং আপনি কিনতে পারবেন অ্যামাজন, ফ্লিপকার্ট এবং GoQii অফিশিয়াল অনলাইন স্টোর থেকে।