মাত্র কয়েকদিন আগেই স্যামসাং লঞ্চ করে দিয়েছিল Samsung Galaxy F62 স্মার্টফোনটি। এই বিষয়ে বিস্তারিত ভাবে আপনাকে জানিয়েছিলাম আমরা। আজকে শুরু হচ্ছে এই স্মার্টফোনের প্রথম সেল। আজকের সেল সম্বন্ধীয় সমস্ত কিছু জেনে নেওয়া যাক বিস্তারিতভাবে। তার সাথে কি স্পেশাল অফার রয়েছে সেটাও জেনে নেব আমরা।
Table of Contents
Samsung Galaxy F62 এর স্পেসিফিকেশনস
Samsung Galaxy F62 এই স্মার্টফোনে আপনি পেয়ে যাবেন Quad ক্যামেরা সেট আপ। যার ক্যামেরা গুলি- 64 মেগাপিক্সেল, 8 মেগাপিক্সেল, 2 মেগাপিক্সেল ও 5 মেগাপিক্সেলের। তার সাথে এখানে রয়েছে 32MP এর সেলফি ক্যামেরা। এই স্মার্টফোন স্যামসাং ব্যবহার করেছে তাদের নিজস্ব Exynos 9825 Processor।
ভ্যারিয়েন্ট ও দাম
দুইটি ভ্যারিয়েন্টে এই স্মার্টফোন পাবেন- 6GB ও 128GB এবং তার সাথে 8GB ও 256GB। 6GB ও 128GB জিবি ইন্টারনাল স্টোরেজ যুক্ত এই স্মার্টফোনের দাম রাখা হয়েছে 23,999 টাকা এবং 8GB ও 256GB এর নাম রাখা হয়েছে 25,999 টাকা।
জেনে নিন : খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে Huawei Mate X2 স্মার্টফোন, জেনেনিন কি কি চমক থাকছে
কি অফার পাবেন ?
আপনার কাছে যদি ICICI ব্যাংকের ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড থাকে তাহলে আপনি 2500 টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন। তাছাড়াও Axis ব্যাংকের ক্রেডিট কার্ড থাকলে 5% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট এর সুবিধা রয়েছে। আর Bank of Baroda এর মাস্টারকার্ড ডেবিট কার্ডের ফার্স্ট টাইম ট্রানজ্যাকশনে পাবেন 10% অফ।
তাই অবশ্যই এই সমস্ত ব্যাংকের ক্রেডিট কার্ড ডেবিট কার্ড যদি আপনার কাছে থাকে এই সমস্ত অফারগুলো আপনি পাবেন।
কোথা থেকে স্মার্টফোন কিনতে পারবেন ?
এই স্মার্টফোনের অফিশিয়াল সেল হচ্ছে ফ্লিপকার্ট থেকে ও স্যামসাং এর অফিশিয়াল স্টোর থেকে। সেল শুরু হবে আজ দুপুর ঠিক 12টায়।
সমস্ত Latest Tech News সবার আগে পেতে জয়েন করুন আমাদের WhatsApp ও Telegram গ্রুপ। আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।