খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে Huawei Mate X2 স্মার্টফোন, জেনেনিন কি কি চমক থাকছে

huawei-mate-x2-bangla
Image: Huawei

Huawei তাদের Mate X সিরিজের নতুন এক স্মার্টফোন লঞ্চের একদম দোরগোড়ায় পৌঁছে গেছে। এরই মধ্যে দারুন সব আপডেট আসছে এই স্মার্টফোন সম্পর্কে।

কি কি ফিচার থাকছে এই স্মার্টফোনে?

মনে করা হচ্ছে Huawei Mate X2 স্মার্টফোনে ভিতরের দিকে ফোল্ডেবল ডিজাইন থাকবে। এবং এতে থাকছে 8.01 ইঞ্চির ইন্টারনাল ডিসপ্লে। ডিসপ্লের কথা এখানেই শেষ নয়। এই স্মার্টফোন ফোল্ড করলে আরও এক ডিসপ্লে রয়েছে উপরের দিকে। এই সেকেন্ডারি ডিসপ্লে থাকবে 6.45 ইঞ্চির।

এই স্মার্টফোনে থাকবে কোয়াড ক্যামেরা সেটআপ। অর্থাৎ স্মার্টফোনে থাকতে পারে 50MP, 16MP, 12MP এবং 8MP এর রিয়ার ক্যামেরা সেটআপ। আর তার সাথে থাকছে 16MP সেলফি ক্যামেরা।

Huawei Mate X2 স্মার্টফোনে পাবেন 4000mAh এর ম্যাসিভ ব্যাটারি। আর এই ব্যাটারীকে চার্জ দেওয়ার জন্য 66W Huawei SuperCharge ফাস্ট চার্জিং সাপোর্ট। আর অবশ্যই Kirin 9000 চিপসেট।

জেনে নিন : নতুন চমক নিয়ে এলো Vi, এবার থেকে সারারাত ইন্টারনেট ব্যবহার করতে পারবেন একদম বিনামূল্যে, জেনে নিন বিস্তারিত

Huawei এর আগের Mate X এবং Mate Xs ফোল্ডাবেল স্মার্টফোন গুলি ছিল বাইরের দিকের(Outward) ফোল্ডাবেল ডিজাইন। সেই ব্যাপারটা পরিববর্তন হতে চলেছে এই Huawei এর এই লেটেস্ট স্মার্টফোনে। নানান টিজার দেখে এই ব্যাপারটা এখন নিশ্চিত আমরা সকলেই।

চিনে এই স্মার্টফোনের লঞ্চ নিয়ে এক্সাইটমেন্ট এর শেষ নেই। ইতিমধ্যেই এই স্মার্টফোনের 3.5 মিলিয়ন রেজিস্ট্রেশন হয়ে গেছে। এখন অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছে সকলে অফিসিয়াল লঞ্চের জন্য। আর তা জন্য আমাদের অপেক্ষা করতে হবে মাত্র একটি দিন।

সমস্ত Latest Tech News সবার আগে পেতে জয়েন করুন আমাদের WhatsApp ও Telegram গ্রুপ। আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।