ভারতের বাজারে আজই স্যামসাং লঞ্চ করে দিয়েছে তাদের F সিরিজের নতুন একটি স্মার্টফোন। এই স্মার্টফোনের নাম Samsung Galaxy F62। চলুন দেখে নেওয়া যাক এই স্মার্টফোন সম্পর্কে সমস্ত কিছু বিস্তারিতভাবে।
কি কি স্পেসিফিকেশনস থাকছে Samsung Galaxy F62 স্মার্টফোনে?
Samsung Galaxy F62 স্মার্টফোনে আপনি পেয়ে যাবেন 6.7 ইঞ্চ এর sAMOLED স্ক্রিন। তারই সাথে পাবেন 7000mAh এর ম্যাসিভ ব্যাটারি। প্যাকেটের মধ্যে পাবেন 25W USB Type C Fast Charger।
ক্যামেরা কথা বলতে গেলে এখানে পাবেন আপনি কোয়ার্ড ক্যামেরা সেটআপ। যার প্রাইমারি সেন্সর 64 MP। 5MP ডেপথ সেন্সর, 12MP Ultra Wide ও 5MP ম্যাক্রো ক্যামেরা পাবেন। 32 MP সেলফি ক্যামেরা পেয়ে যাবেন। আর আপনি পাবেন স্যামসাং এর নিজস্ব Exynos 9825 SoC।
দুটো ভেরিয়েন্ট পাবেন এই স্মার্টফোনের। একটা 6GB RAM ও 128 GB ইন্টারনাল স্টোরেজের সাথে। আর তার সাথে অপরটা 8 GB RAM ও 256 GB ইন্টারনাল স্টোরেজের সাথে। রয়েছে 2টি সিম কার্ড স্লট ও ডেডিকেটেড মাইক্রো SD Card স্লট।
Samsung Galaxy F62 এর দাম
6GB RAM ও 128 GB ইন্টারনাল স্টোরেজে যুক্ত Samsung Galaxy F62 এর দাম রাখা হয়েছে 23,999 টাকা এবং তার সাথে 8 GB RAM ও 256 GB ইন্টারনাল স্টোরেজের যুক্ত Samsung Galaxy F62 এর দাম রাখা হয়েছে 25,999 টাকা। তিনটে কালারে এই স্মার্টফোন পাওয়া যাবে- Laser Blue, Laser Grey এবং Laser Green!
সেল ডেট ও অফার
ICICI ব্যাংকের Debit/Credit কার্ড ব্যবহার করলে আপনি 2,500 টাকার ক্যাশব্যাক পেয়ে যাবেন। স্মার্টফোনের প্রথম সেল শুরু হচ্ছে 22 ফেব্রুয়ারি দুপুর 12 টা থেকে। ফ্লিপকার্ট ও স্যামসাংয়ের অফিশিয়াল স্টোর থেকে কেনা যাবে।
সমস্ত লেটেস্ট টেক নিউজ সবার আগে পেতে জয়েন করুন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে।