আজ শুরু হচ্ছে Redmi 9 Power-র নতুন ভ্যারিয়েন্টের সেল, জেনেনিন বিস্তারিত

Redmi 9 Power 6gb varient

Redmi 9 Power স্মার্টফোনটি গত ডিসেম্বর মাসে লঞ্চ করে দেওয়া হয়েছিল। দাম অনুযায়ী দারুন সমস্ত স্পেসিফিকেশনস আছে এই স্মার্টফোনে। এর আগেই আপনাদের জানিয়েছিলাম রেডমি ঘোষণা করেছে তাদের Redmi 9 Power স্মার্টফোনের একটা নতুন ভেরিয়েন্ট বাজারে আনছে যেখানে 6GB RAM পাওয়া যাবে। 

তখনো রেডমি নিশ্চিতভাবে জানায়নি কবে থেকে এই নতুন RAM যুক্ত স্মার্টফোনের সেল শুরু হবে। অবশেষে আমরা জানতে পেরেছি এই নতুন ভেরিয়েন্ট এর সেল কবে থেকে শুরু হবে।

কবে থেকে শুরু হচ্ছে সেল?

Redmi 9 Power এর 6GB RAM+128GB ROM যুক্ত এই নতুন ভেরিয়েন্ট এর সেল শুরু হবে আজ দুপুর 12 টা থেকে। পাওয়া যাবে Flipkart ও Redmi-র অফিশিয়াল স্টোর থেকে। এই বিষয়ে বিস্তারিত Tweet করেও জানিয়েছে Redmi India।

দাম

এই নতুন ভ্যারিয়েন্টের দাম হবে 12,999 টাকা। 

জেনে নিন : আজ শুরু হচ্ছে Samsung Galaxy F62 এর প্রথম সেল- দাম, স্পেসিফিকেশন্স, অফার জেনেনিন সমস্ত কিছু

স্পেসিফিকেশন্স

Redmi 9 Power স্মার্টফোনে আপনি পাবেন 16.59cm এর Full HD+ ডিসপ্লে, 6000 mAh ব্যাটারি, Qualcomm Snapdragon 662 প্রসেসর, কোয়াড ক্যামেরা সেটাপ। আপনি যদি নতুন ভেরিয়েন্ট কিনতে চান তাহলে আজ দুপুর 12টার সময় আপনাকে রেডি থাকতে হবে। এছাড়াও, আজ Xiaomi লঞ্চ করতে চলেছে তাদের দুটি সাউন্ড প্রোডাক্ট। সেই বিষয়ে বিস্তারিত আমরা জানিয়েছি আগেই। 

সমস্ত Latest Tech News সবার আগে পেতে জয়েন করুন আমাদের WhatsApp ও Telegram গ্রুপ। আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।