গতকালই আমরা আপনাদের জানিয়েছিলাম শাওমি তরফ থেকে একটা নতুন ইভেন্ট হতে চলেছে আজকে। যার নাম ছিল Mi Sound Unveil Event। যেখানে তাদের লঞ্চ করার কথা ছিল দুটি Bluetooth Audio Product। আজকেই খুব ভালোভাবেই মিটে গেল সেই ইভেন্ট। চলুন দেখে নেওয়া যাক কি কি প্রোডাক্ট লঞ্চ করা হয়েছে আজকের এই ইভেন্ট।
কি কি প্রোডাক্ট লঞ্চ করা হয়েছে এই Mi Sound Unveil ইভেন্টে ?
এই ইভেন্টে লঞ্চ হল দুটি অডিও প্রডাক্ট!
Mi Portable Bluetooth Speaker
গত বছরেই এই স্পিকার গ্লোবালি লঞ্চ করে দিয়েছিল Xiaomi। এবার ভারতে লঞ্চ হয়ে গেল এই স্পিকারটি। স্পিকারটি দেখতেও খুব সুন্দর এবং তাঁরই সাথে এটি 16W হাই কোয়ালিটি স্পিকার। যেখানে আপনি পেয়ে যাবেন পাওয়ার ফুল সাউন্ড এক্সপিরিয়েন্স।
তারই সাথে এটা IPX7 ওয়াটারপ্রুফ রেটিং যুক্ত। অর্থাৎ জলে ভিজলেও সমস্যা হবে না। আর এর মধ্যে রয়েছে 2600mAh এর high-capacity ব্যাটারি। ফিফটি পার্সেন্ট ভলিউম দিয়ে 13 ঘণ্টা পর্যন্ত আপনাকে গান শোনাতে সক্ষম হবে এই ব্যাটারি।
এটা ক্যারি করাও খুব সহজ ও দেখতেও সুন্দর। এর সাথে ব্লুটুথ 5.0 এর সাপোর্ট রয়েছে। এরমধ্যে বিল্ট-ইন মাইক্রোফোন রয়েছে। অর্থাৎ কল থেকে শুরু করে ভয়েস অ্যাসিস্ট্যান্ট সমস্তকিছুই আপনি এই স্পিকারে ব্যবহার করতে পারবেন। দুটি কালারের এই স্পিকার আপনি পেয়ে যাবেন একটা ব্ল্যাক এবং ব্লু। এই ব্যাটারি চার্জ হতে সময় লাগে 4 ঘন্টা মতো এবং এর ওজনও 790 গ্রাম। এর দাম 2,499 টাকা।
এই প্রোডাক্ট কিনতে পারবেন Mi Official Store থেকে।
Mi Neckband Bluetooth Earphone Pro
Mi Portable Bluetooth Speaker এর সাথে সাথে আজ লঞ্চ করে দেওয়া হয়েছে Mi Neckband Bluetooth Earphone Pro! দুটি কালার ভেরিয়েন্ট এই Mi Neckband Bluetooth Earphone Pro পাবেন। একটি কালো এবং অপরটি নীল।
এরমধ্যে ডুয়াল নয়েজ ক্যান্সলেশন সাপোর্ট রয়েছে। 10mm পাওয়ারফুল Bass Driver পেয়ে যাবেন এবং কুড়ি ঘন্টা পর্যন্ত প্লেব্যাক টাইম আপনাকে দিয়ে দেবে। এটা IPX5 স্প্ল্যাশ ও শোয়েট প্রুফ। লো লেটেন্সি অডিও সুবিধা পেয়ে যাবেন এর সাথে।
জেনে নিন : খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে Huawei Mate X2 স্মার্টফোন, জেনেনিন কি কি চমক থাকছে
এর ব্যাটারি ক্যাপাসিটি 150mAh এর। মোটামুটি কুড়ি ঘন্টা পর্যন্ত ননস্টপ অডিওর সুবিধা পাবেন। স্পিকারের ডিজাইনটাকে অভিনবত্ব এনেছে শাওমি। এর ডিজাইন দেখতেও খুব সুন্দর লাগছে। এখানেই শেষ নয়, এর মধ্যে মাইক্রোফোনের সুবিধাও থাকছে। অর্থাৎ আপনি ভয়েস কল থেকে শুরু করে, ভয়েস অ্যাসিস্ট্যান্ট সবকিছুই এই Mi Neckband Bluetooth Earphone Pro তে ব্যবহার করতে পারবেন। এই প্রোডাক্ট আপনি কিনতে পারবেন Amazon ও Mi Official Store থেকে! এর দাম 1,799 টাকা।
সমস্ত Latest Tech News সবার আগে পেতে জয়েন করুন আমাদের WhatsApp ও Telegram গ্রুপ। আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।