Redmi 9 Power এর আসছে এই নতুন ভ্যারিয়েন্ট, কেমন হবে সেটি?

গত বছরের ডিসেম্বর মাসে রেডমির তরফ থেকে লঞ্চ করে দেওয়া হয়েছিল Redmi 9 Power স্মার্টফোনটি। দুটি ভ্যারিয়েন্টসে আমরা এই স্মার্টফোন পাচ্ছিলাম- 4GB+64GB এবং 4GB+128GB। এবার সেই স্মার্টফোনেরই আরও এক নতুন ভ্যারিয়েন্ট লঞ্চ করতে চলেছে রেডমি। সেটা হল 6GB+128GB ভ্যারিয়েন্ট।

রিসেন্টলি পোকো লঞ্চ করেছে POCO M3 স্মার্টফোন টি। যেখানে আমরা যেখানে আমরা 6GB ও 64GB বেস ভ্যারিয়েন্ট পেয়ে যাচ্ছি। এর দামও শুরু হচ্ছিল 11,999 টাকা থেকে। আর রেডমির এই নতুন ভ্যারিয়েন্ট এর দাম হবে 12,999 টাকা। এই বিষয়ে Redmi India টুইট করে জানিয়েছে বিস্তারিতভাবে। 

দেখে নিন এই বিষয়ে তাদের টুইটটি –

জেনে নিন : Signal App এর স্পেশাল ট্রিকস গুলি অবশ্যই জেনে নিন, সুবিধা হবে সবারই

প্রসঙ্গত উল্লেখ্য, Redmi 9 Power স্মার্টফোনে আপনি পেয়ে যাবেন Qualcomm Snapdragon 662 প্রসেসর। আর তার সাথে 6.53 ইঞ্চি Full HD+ ডিসপ্লে। রয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ। যার প্রাইমারি ক্যামেরা 48 মেগাপিক্সেল এর। Side Mounted Fingerprint সেন্সর রয়েছে। আর 6,000mAh এর ম্যাসিভ ব্যাটারি রয়েছে। পাবেন 3.5mm হেডফোন জ্যাক ও Type C চার্জ এর সুবিধা। 

কবে থেকে পাওয়া যাবে এটি?

এই 6GB ভেরিয়েন্ট কবে আসবে সেই বিষয়ে এখনো বিস্তারিত কিছুই জানায়নি রেডমি। তবে খুব শীঘ্রই পাওয়া যাবে এটাই তারা জানিয়েছে। 

সমস্ত লেটেস্ট টেক নিউজ সবার আগে পেতে জয়েন করুন আমাদের WhatsApp ও Telegram গ্রুপ। আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।