মাত্র 4,999 টাকায় লঞ্চ হয়ে গেল Redmi Watch 2 Lite, রয়েছে চোখ ধাঁধানো স্পেসিফিকেশন্স, এক নজরে দেখেনিন সমস্ত কিছু

সম্প্রতি ভারতের বাজারে Redmi Note 11 Pro 5G সিরিজের পাশাপাশি Redmi ব্র্যান্ড লঞ্চ করে দিল Redmi Watch 2 Lite স্মার্টওয়াচ। সদ্য লঞ্চ হওয়া এই স্মার্টওয়াচে রয়েছে চোখ ধাঁধানো ফিচারস। এক নজরে স্মার্টওয়াচটির স্পেসিফিকেশন্স, দাম, কালার ভেরিয়েন্ট এবং সেল ডেট সম্বন্ধে জেনে নেওয়া যাক।

Redmi Watch 2 Lite স্পেসিফিকেশন্স

প্রথমেই আমরা স্মার্টওয়াচের ডিসপ্লের ব্যাপারে কথা বলবো। Redmi Watch 2 Lite মধ্যে রয়েছে 1.55-Inch TFT Display। একই সাথে থাকছে 120 টিরও বেশি Watch Faces এবং 450Nits Peak Brightness ফিচার্স। এটি 5ATM Water-Resistant সম্পন্ন। অর্থাৎ 50 মিটার পর্যন্ত জলে এর কোনরূপ ক্ষতি হবে না।

এখানেই শেষ নয় রয়েছে HIIT এবং Yoga সহ 17 টি Professional Modes। তারই সঙ্গে পাওয়া যাবে 100 টি Workout Modes। আরও থাকছে 24 ঘন্টা Heart Rate Tracking, Stress ও Sleep Tracking এবং SpO2 Monitoring সিস্টেম। এর মধ্যে উপস্থিত রয়েছে 262mAh ব্যাটারি। যা সংস্থার তরফ থেকে দাবি করা হয়েছে সিঙ্গেল চার্জে 10 দিন পর্যন্ত চলতে সক্ষম। এটি ম্যাগনেটিক চার্জিং পোর্ট এর মাধ্যমে চার্জ করা যাবে। এমন অসাধারণ ফিচারস সম্পন্ন স্মার্টওয়াচটির ওজন রাখা হয়েছে মাত্র 35 গ্রাম। অর্থাৎ ডিভাইসটি হালকা হওয়ার ফলে ব্যবহারকারীর এটি ব্যবহার করতে কোনোরকম অসুবিধা হবে না।

জেনেনিন : লঞ্চ হয়ে গেছে iPhone SE (2022), এক নজরে দেখেনিন বিস্তারিত ভাবে সমস্ত কিছু এখনই

Redmi Watch 2 Lite দাম কত?

আপনাদের আগেই জানিয়েছি Redmi Watch 2 Lite-এর ভারতের বাজারে দাম রাখা হয়েছে 4,999 টাকা। এটি Black, Blue এবং Ivory এই তিনটে কালার অপশনে পাওয়া যাবে।

সেল Date কবে?

ডিভাইসটির প্রথম সেল শুরু হচ্ছে মার্চ মাসের 15 তারিখ থেকে। এটি Reliance Digital, Amazon, Mi অফিশিয়াল ওয়েবসাইট এবং রিটেলার স্টোর থেকে কিনতে পারা যাবে। তাই যদি আপনি একটি স্মার্টওয়াচ কেনার কথা ভেবে থাকেন, তাহলে এটি আপনার জন্য উপযুক্ত একটি স্মার্টওয়াচ।

এই রকমই গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন!