সহজেই দেখা যাবে Live Cricket Score! লঞ্চ হতে চলেছে Boat Wave Pro 47 Smartwatch, পাওয়া যাচ্ছে এমনই ইঙ্গিত, এখনই দেখেনিন খুঁটিনাটি

ভারতের অন্যতম জনপ্রিয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড Boat এবার লঞ্চ করতে চলেছে Boat Wave Pro 47 নামে নতুন এক স্মার্টওয়াচ। ইতিমধ্যে ই-কমার্স জায়ান্ট প্ল্যাটফর্ম Amazon সাইটে লঞ্চের আগেই স্মার্টওয়াচটি তালিকাভুক্ত হয়েছে। সেখান থেকে স্মার্টওয়াচটির সামান্য কিছু স্পেসিফিকেশন্স জানা সম্ভব হয়েছে। চলুন এক নজরে জেনে নেওয়া যাক বিস্তারিত ভাবে সমস্ত কিছু।

Boat Wave Pro 47 Smartwatch সম্ভাব্য স্পেসিফিকেশন কেমন হতে পারে?

এই স্মার্টওয়াচের মধ্যে রয়েছে 1.69-Inch Screen। একই সাথে পাওয়া যাবে 500 Nits Peak Brightness। এছাড়াও মেনু অ্যাক্সেস এবং নেভিগেট সুবিধার জন্য ইনক্লুড থাকছে একটি সাইড বাটন। তারই সঙ্গে বিভিন্ন Watch Faces তো রয়েছেই। 

এরই পাশাপাশি স্মার্টওয়াচটির মধ্যে উপস্থিত থাকছে ক্যামেরা এবং মিউজিক কন্ট্রোল ফিচারস। একই সাথে পাওয়া যাবে SpO2 Sensor, Heart Rate Tracker, Pedometer, Sleep Tracker, Sedentary Reminder, Temperature Monitor এবং প্রভৃতি Sports Modes। আরও রয়েছে IP67 Dust & Water-Resistant সুবিধা।

জেনেনিন : মাত্র 4,999 টাকায় লঞ্চ হয়ে গেল Redmi Watch 2 Lite, রয়েছে চোখ ধাঁধানো স্পেসিফিকেশন্স, এক নজরে দেখেনিন সমস্ত কিছু

স্মার্টওয়াচটির বিশেষত্ব এই যে এর মধ্যে লাইভ ক্রিকেট স্কোর পরিদর্শনের জন্য অত্যাধুনিক প্রযুক্তি প্রতিস্থাপন করা হয়েছে। যেখানে India Men’s & Women’s Team-এর IPL, T20 এবং ODI ম্যাচের খুঁটিনাটি বিবরণ নিমেষেই জানা সম্ভব। ডিভাইসটি Boat Crest App দ্বারা পরিচালনা করা যাবে।

এরমধ্যে কেমন ব্যাটারি ইনক্লুড রয়েছে তা জানা না গেলেও সংস্থার তরফ থেকে দাবি করা হয়েছে এতে ব্যবহৃত ব্যাটারি সিঙ্গেল চার্জে দীর্ঘ 7 দিনের ব্যাটারি পারফরম্যান্স দেয়। একই সাথে এটি সুপার ফাস্ট চার্জার সমর্থনযোগ্য। যা মাত্র 30 মিনিটে 100% চার্জ হতে সক্ষম।

লঞ্চ কবে হবে?

স্মার্টওয়াচটি ইন্ডিয়ান মার্কেটে কবে লঞ্চ হবে তা সংস্থার তরফ থেকে এখনও পর্যন্ত জানানো হয়নি। তবে যেহেতু এটি Amazon মাইক্রোসাইটে দেখা গেছে তাই অনুমান করা হচ্ছে খুব শীঘ্রই ভারতের বাজারে লঞ্চ হবে এই স্মার্টওয়াচ। লঞ্চের পরেই স্মার্টওয়াচের সঠিক দাম জানা সম্ভব হবে।

এই রকমই গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন!