লঞ্চ হয়ে গেছে iPhone SE (2022), এক নজরে দেখেনিন বিস্তারিত ভাবে সমস্ত কিছু এখনই

অবশেষে Apple এক ভার্চুয়াল ইভেন্টের মাধ্যমে লঞ্চ করে দিল নতুন iPhone SE (2022) স্মার্টফোন। এটি 2020 সালে এপ্রিল মাসে লঞ্চ হওয়া iPhone SE (2020) আপগ্রেডেড ভার্সন। ইতিমধ্যে স্মার্টফোনের স্পেসিফিকেশন্স, দাম, কালার ভেরিয়েন্ট এবং সেল ডেট প্রকাশিত হয়েছে। চলুন সেদিকে নজর রাখা যাক।

iPhone SE (2022) স্পেসিফিকেশন্স কেমন?

এই স্মার্টফোনের মধ্যে পাওয়া যাবে 750×1334 Pixels রেজুলিউশন যুক্ত 4.7-Inch Retina HD Display। একই সাথে থাকছে 625 Nits Peak Brightness এবং 326ppi Pixel Density। এছাড়াও স্মার্টফোনের সুরক্ষার্থে সামনে এবং পিছনের উভয় অংশেই শক্ত গ্লাস উপস্থিত রয়েছে। এরই পাশাপাশি ডিভাইটি A15 Bionic Chip দ্বারা পরিচালিত হবে। যার CPU পারফরম্যান্স iPhone 8-এর তুলনায় 1.8 গুন বেশি। এমনটাই সংস্থার তরফ থেকে দাবি করা হয়েছে। এবার আসা যাক ক্যামেরা ফিচার্স সম্বন্ধে। এর মধ্যে রয়েছে 12 Megapixel Back Sensor এবং 7 Megapixel ক্যামেরায় সেলফি তোলার সুযোগ। 

এখানেই শেষ নয় আরও পাবেন Smart HDR 4, Deep Fusion, Studio, Photographic Styles, High-Key Mono, Natural, Contour, Stage, Night Mode Time-Lapse, Stage Mono এবং সেলফি ক্যামেরার সাহায্যে 1080p ভিডিও রেকর্ডিং এর মত অত্যাধুনিক সুবিধা। সূত্র মারফত জানা গেছে iPhone SE (2022) মডেলে iOS 15 আপডেট দেখা যাবে। Apple আরও দাবি করেছে যে iPhone SE (2022) স্মার্টফোনে ব্যাবহৃত ব্যাটারি সিঙ্গেল চার্জে 15 ঘন্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক বা 50 ঘন্টা পর্যন্ত অডিও প্লেব্যাক অফার করে। তারই সঙ্গে থাকছে 20W Wired চার্জিং ফেসালিটি এবং Qi Standard- Wireless চার্জিং সুবিধা।

জেনেনিন : শীঘ্রই লঞ্চ হতে চলেছে Realme TechLife Watch S100 এবং TechLife Buds N100, এখনই দেখেনিন সমস্ত কিছু বিস্তারিত ভাবে

তবে একথা জেনে রাখা ভালো যে স্মার্টফোনের সঙ্গে কোন রকম চার্জার ইনক্লুড থাকছে না। আপনাকে ব্র্যান্ডেড রিটেলার থেকে আলাদাভাবে স্মার্টফোনের জন্য চার্জার কিনতে হবে। আরও পাওয়া যাবে Three-Axis Gyroscope, Accelerometer, Barometer, Ambient Light Sensor এবং Proximity Sensor। চমকের শেষ নেই থাকছে Lightning পোর্ট, VoLTE, Wi-Fi 5, Bluetooth v5, GPS/ A-GPS, NFC, 5G, 4G কানেক্টিভিটি সিস্টেম। আরও রয়েছে Touch ID Button যা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সমর্থনযোগ্য। স্মার্টফোনটি IP67 সার্টিফায়েড। ডিভাইসটির পরিমাপ এবং ওজন যথাক্রমে 138.4×67.3×7.3mm এবং 144 গ্রাম।

দাম কত রাখা হয়েছে?

iPhone SE (2022) স্মার্টফোনের 64GB ভেরিয়েন্টের দাম ভারতীয় মুদ্রায় 43,900 টাকা। একই সঙ্গে 128GB স্টোরেজ মডেলের দাম রাখা হয়েছে 48,900 টাকা। এছাড়াও 256GB স্টোরেজ মডেলটি পাওয়া যাবে 58,900 টাকাতে। 

কালার ভেরিয়েন্ট কেমন রয়েছে?

কোম্পানির পক্ষ থেকে ডিভাইসটির কালার ভেরিয়েন্ট সঠিক ভাবে জানিয়ে দেওয়া হয়েছে। স্মার্টফোনটি Starlight, Midnight এবং RED কালার অপশনে পাওয়া যাবে।

সেল Date কবে? 

ইন্ডিয়ান মার্কেটে স্মার্টফোনের প্রথম প্রি-অর্ডার শুরু হচ্ছে আগামী শুক্রবার থেকে এবং এটি মার্চ মাসের 18 তারিখ থেকে কেনার জন্য উপলব্ধ হবে। কেমন লাগলো আপনার এই নতুন স্মার্টফোন? তা অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। এই রকমই গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন!