লঞ্চ হয়ে গেল Redmi Note 11 Pro 5G এবং Redmi Note 11 Pro+ 5G স্মার্টফোন দুটি, রয়েছে দুর্দান্ত সমস্ত ফিচারস, এখনই জেনেনিন বিস্তারিত

স্মার্টফোন মেকার Redmi সম্প্রতি ভারতের বাজারে লঞ্চ করে দিল দুটি নতুন স্মার্টফোন। যার প্রথমটি Redmi Note 11 Pro 5G এবং দ্বিতীয়টি হল Redmi Note 11 Pro+ 5G মডেল। ইতিমধ্যে কোম্পানির তরফ থেকে স্মার্টফোনের স্পেসিফিকেশন্স, দাম এবং কালার ভেরিয়েন্ট সহ সমস্ত কিছু ব্র্যান্ডের অফিশিয়াল অনলাইন সাইটে প্রকাশ করা হয়েছে। চলুন সেদিকে নজর রাখা যাক।

Redmi Note 11 Pro 5G স্পেসিফিকেশন্স কেমন?

এই স্মার্টফোনের মধ্যে পাওয়া যাবে 6.67-Inch FHD+ AMOLED Display। একই সাথে থাকছে 120Hz Refresh Rate এবং1200 Nits Brightness। তারই সঙ্গে রয়েছে MediaTek Helio G96 SoC। স্মার্টফোনটিতে Android 11 MIUI 13 আপডেট দেখতে পাওয়া যাবে। এছাড়াও স্মার্টফোনের মধ্যে ইনক্লুড রয়েছে 108MP HM2 Primary Sensor, 8MP Ultra-Wide-Angle Sensor, 2MP Macro Sensor এবং 2MP Depth Sensor। আরও পাবেন 16MP সেলফি ক্যামেরা। এখানেই শেষ নয়। থাকছে 5000mAh ব্যাটারি এবং 67W ফাস্ট চার্জিং এর সুবিধা।

Redmi Note 11 Pro+ 5G স্পেসিফিকেশন্স কেমন?

পরবর্তীতে যে স্মার্টফোনটি নিয়ে আমরা কথা বলবো তা হল Redmi Note 11 Pro+ 5G মডেল। এই স্মার্টফোনটিতে থাকছে আগের স্মার্টফোনের মতো একই ডিসপ্লে। তবে ডিসপ্লে ফিচার্স এক হলেও এক্ষেত্রে ডিভাইসটিতে পাওয়া যাবে Qualcomm Snapdragon 695 SoC। এছাড়াও স্মার্টফোনের মধ্যে পাবেন ট্রিপল ক্যামেরা সিস্টেম। যেখানে থাকছে 108MP Samsung HM2 Primary Sensor, 8MP Ultra-Wide-Angle Sensor এবং 2MP Macro Sensor। তাছাড়াও রয়েছে 16MP সেলফি তোলার সুবিধাও। ডিভাইসটিতে পাওয়া যাবে 5000mAh ব্যাটারি এবং 67W ফাস্ট চার্জার। 

জেনেনিন : লঞ্চ হয়ে গেছে iPhone SE (2022), এক নজরে দেখেনিন বিস্তারিত ভাবে সমস্ত কিছু এখনই

দাম কত রাখা হয়েছে?

Redmi Note 11 Pro 5G স্মার্টফোনের 6GB RAM + 128GB মডেলের দাম রাখা হয়েছে ভারতীয় মুদ্রায় 17,999 টাকা। একই সঙ্গে 8GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্টের জন্য খরচ করতে হবে 19,999 টাকা। অন্যদিকে Redmi Note 11 Pro+ 5G স্মার্টফোনের 6GB RAM + 128GB ইন্টারনাল স্টোরেজের দাম নির্ধারণ করা হয়েছে 20,999 টাকা। একই সঙ্গে 8GB RAM + 128GB স্টোরেজের জন্য খরচ করতে হবে ইন্ডিয়ান রুপিতে 22,999 টাকা। এছাড়াও 8GB RAM + 256GB মডেলের দাম পরবে 24,999 টাকা।

কালার ভেরিয়েন্ট কেমন রয়েছে?

ভারতের বাজারে Redmi Note 11 Pro 5G স্মার্টফোনটি Stealth Black, Star Blue এবং Phantom White এই তিনটে কালার অপশনে পাওয়া যাবে। যেখানে Redmi Note 11 Pro+ 5G মডেলেও একই কালার অপশন রয়েছে। উল্লেখিত স্মার্টফোন দুটির মধ্যে কোন স্মার্টফোনটি আপনার সবথেকে বেশি আকর্ষণীয় লেগেছে? তা অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না।

এই রকমই গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন!