শীঘ্রই লঞ্চ হতে পারে Xiaomi Mi Band 7, পাওয়া যাচ্ছে এমন ইঙ্গিত, দেখেনিন কেমন স্পেসিফিকেশন্স থাকতে পারে?

mi band
Xiaomi Mi Band 7 Launch Imminent (Image : MI Band 6)

সম্প্রতি শোনা যাচ্ছে শাওমি (Xiaomi) ব্র্যান্ড খুব শীঘ্রই লঞ্চ করতে পারে Xiaomi Mi Band 7। এমনই তথ্য প্রকাশ করা হয়েছে মাই স্মার্ট প্রাইস এর তরফ থেকে। ইতিমধ্যে অনলাইন সাইটে Smart Band-এর মডেল নাম্বার এবং সম্ভাব্য স্পেসিফিকেশন্স টিজ হয়েছে। চলুন এক নজরে জেনে নেওয়া যাক বিস্তারিতভাবে সমস্ত কিছু।

ফাঁস হয়ে গেল Xiaomi Mi Band 7 মডেল নাম্বার

সদ্য পাওয়া XDA Developers-এর সূত্র অনুযায়ী জানা গেছে Xiaomi Mi Band 7-এর কোডনাম রাখা হয়েছে L66 এবং মডেল নাম্বার M2129B1 এবং M2130B1। 

Xiaomi Mi Band 7 সম্ভাব্য স্পেসিফিকেশন্স কেমন হতে চলেছে?

যদি আমরা প্রথমেই Mi Band 7-এর ডিসপ্লের ব্যাপারে কথা বলি তাহলে এই স্মার্ট ব্যান্ডটিতে পাওয়া যাবে Mi Band 6 এর থেকে বৃহত্তর ডিসপ্লে। অর্থাৎ এর মধ্যে থাকবে 1.56-Inch থেকে তুলনামূলক ভাবে বড় ডিসপ্লে। একই সাথে থাকতে পারে 192 x 490 Pixels ডিসপ্লে রেজুলিউশনও। একই সাথে রয়েছে GPS ট্র্যাকার সিস্টেম। 

জেনেনিন : শীঘ্রই লঞ্চ হতে চলেছে Realme TechLife Watch S100 এবং TechLife Buds N100, এখনই দেখেনিন সমস্ত কিছু বিস্তারিত ভাবে

এছাড়াও ইনক্লুড থাকছে বিভিন্ন Watch Faces। রয়েছে Aerobics, Zumba প্রভৃতি অত্যাধুনিক Workout Mode। এখানেই শেষ নয় রয়েছে Smart Alarm-এর সুবিধা। এছাড়াও এর মধ্যে একটি নতুন পাওয়ার সেভিং মোড দেখা যাবে। যা থেকে অনুমান করা হচ্ছে ডিভাইসটির ব্যাটারি লাইফ দীর্ঘস্থায়ী হবে। বাকি সমস্ত ফিচারস এখনও অবধি অজানা রয়েছে।

কবে লঞ্চ হবে?

এই আর্টিকেলটি লেখার সময় পর্যন্ত কোম্পানির তরফ থেকে Xiaomi Mi Band 7-এর লঞ্চ তারিখ সঠিক ভাবে জানানো হয়নি। তবে মনে করা হচ্ছে মার্চ বা এপ্রিল মাসে সর্বপ্রথম চীনে অফিশিয়ালি লঞ্চ হতে পারে এই ডিভাইস। 

লঞ্চের পরেই এর সঠিক দাম জানতে পারব আমরা। নতুন এই স্মার্ট ব্যান্ড নিয়ে আপনি কতটা এক্সাইটেড? অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। এই রকমই গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করু