লঞ্চ হতে চলেছে Redmi Note 11T 5G স্মার্টফোন, এক নজরে জেনেনিন স্পেসিফিকেশন্স, দাম, লঞ্চ ডেট এবং সেল ডেট বিস্তারিত ভাবে

Redmi Note 11T 5G

স্মার্টফোন মেকার Redmi সম্প্রতি ভারতের বাজারে লঞ্চ করতে চলেছে Redmi Note 11T 5G স্মার্টফোন। ইতিমধ্যে কোম্পানি স্মার্টফোনের স্পেসিফিকেশন্স সহ সমস্ত কিছু টিজ করেছে। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত ভাবে।

Redmi Note 11T 5G স্পেসিফিকেশন্স

শোনা যাচ্ছে চীনে লঞ্চ হওয়া Redmi Note 11 স্মার্টফোনের রিব্র্যান্ড হিসাবে ভারতে লঞ্চ হবে Redmi Note 11T 5G স্মার্টফোন। এই স্মার্টফোনের মধ্যে আপনি পেয়ে যাবেন 6.6-Inch FHD+ IPS Display। একই সাথে রয়েছে 90Hz Refresh Rate। স্মার্টফোনটিতে Android 11 MIUI 12.5 আপডেট দেখতে পাওয়া যাবে।

স্মার্টফোনটি 6nm MediaTek Dimensity 810 Chipset দ্বারা চালিত হবে। একই সাথে থাকছে ডুয়েল ক্যামেরা। যেখানে পাবেন 50MP Primary Lens এবং 8MP Ultrawide Camera। এছাড়াও রয়েছে 16MP সেলফি ক্যামেরা। এরই পাশাপাশি পাওয়া যাবে 5000mAh ব্যাটারি এবং 33W Pro ফাস্ট চার্জিং সাপোর্ট। এখানেই শেষ নয়, ইনক্লুড থাকছে 5G, Dual 4G VoLTE, Bluetooth 5.1, Wi-Fi 802.11 ac (2.4GHz + 5GHz), 3.5mm Audio Jack, Stereo Speakers, GPS, IR Blaster এবং USB Type-C Port। সিকিউরিটি সিস্টেম হিসাবে যুক্ত রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

জেনেনিন : Hubble Space Telescope-এর তোলা বৃহস্পতি, শনি, উরেনাস ও নেপচুন গ্রহের লেটেস্ট ছবি দেখেছেন? মিস করবেন না!

দাম কত রাখা হয়েছে?

ডিভাইসটি তিনটে স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে। স্মার্টফোনটির 6GB RAM + 64GB মডেলের দাম রাখা হয়েছে 16,999 টাকা। একই সাথে 6GB + 128GB ভেরিয়েন্টের জন্য খরচ করতে হবে 17,999 টাকা। এছাড়াও 8GB + 128GB মডেলটির জন্য আপনাকে দিতে হবে 19,999 টাকা।

চমকের বিষয় এই যে স্মার্টফোনটিতে আপনি আপনার প্রয়োজনে 3GB অতিরিক্ত RAM যুক্ত করতে পারবেন। অর্থাৎ পেয়ে যাচ্ছেন 11GB RAM ব্যবহারের সুবিধা। চলুন এবার লঞ্চ ডেট সম্বন্ধে জেনে নেওয়া যাক।

লঞ্চ Date কবে?

স্মার্টফোনটি আগামী 30 শে নভেম্বর ইন্ডিয়ান মার্কেটে ঠিক 12:00 PM সময়ে লঞ্চ হবে। গ্রাহকরা কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট, YouTube এবং বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে লঞ্চ লাইভ স্ট্রিম উপভোগ করতে পারবেন। 

সেল Date কবে?

স্মার্টফোনটির সেল শুরু হবে সম্ভবত ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে। বিভিন্ন ই-কমার্স সাইটের পাশাপাশি স্মার্টফোনটি Mi.Com, Mi Home প্ল্যাটফর্মে এভেলেবেল থাকবে। এছাড়াও অফলাইন স্টোর থেকে কেনার সুবিধা তো থাকছেই।

গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন।