Airtel দিচ্ছে তাদের এই 4 টি প্রিপেইড প্ল্যানে 500MB অতিরিক্ত Data, এখুনি দেখেনিন পদ্ধতি, মিস করবেন না

Airtel Prepaid Plan ShresthoTech

সম্প্রতি টেলিকম সংস্থা এয়ারটেল (Airtel) তাদের প্রিপেইড প্ল্যানসগুলির মূল্য বৃদ্ধি করেছে। ইতিমধ্যেই সেই তথ্য আমরা আপনাদের জানিয়েছি। নতুন রিচার্জ প্ল্যানের তালিকাও সংস্থা গ্রাহকদের সামনে প্রকাশিত করেছে। তবে রিচার্জ প্ল্যানগুলির দাম বাড়লেও সংস্থা এই 4 টি প্রিপেইড প্ল্যানের ডেটা বেনিফিট আপগ্রেড করেছে। অর্থাৎ এখন পাওয়া যাবে আরো বেশি ইন্টারনেট উপভোগের সুবিধা। চলুন এক নজরে জেনে নেওয়া যাক বিস্তারিত ভাবে সমস্ত কিছু।

Airtel কোন প্রিপেইড প্ল্যানে পাবেন অতিরিক্ত Data বেনিফিট?

সর্বপ্রথম রয়েছে 265 টাকার রিচার্জ প্ল্যান। আগে আগে এই প্রিপেইড প্ল্যানের মধ্যে পাওয়া যেত প্রতিদিন 1GB ডেটা ও সাথে অন্যান্য বেনিফিট। তবে এখন থেকে এই প্ল্যানটিতে আপনি পেয়ে যাবেন আনলিমিটেড কলিং বেনিফিট। একই সাথে রয়েছে 1.5 GB ডেটা এবং 100 টি SMS প্রতিদিনের জন্য। প্ল্যানের বৈধতা 28 দিন।

এরই পাশাপাশি 249 টাকার প্ল্যান বেড়ে হয়েছে 299 টাকা। আগে এর মধ্যে ছিলো প্রতিদিন 1.5GB Data এবং 100 টি SMS উপভোগের সুবিধা। একই সঙ্গে যে কোন নেটওয়ার্কে সম্পূর্ণ বিনামূল্যে ভয়েস কলিং সুবিধা। তবে এখন থেকে সমস্ত সুবিধা আগের মত থাকলেও ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে পাবেন প্রতিদিন 2GB Data। এর বৈধতাও 28 দিন।

জেনেনিন : Hubble Space Telescope-এর তোলা বৃহস্পতি, শনি, উরেনাস ও নেপচুন গ্রহের লেটেস্ট ছবি দেখেছেন? মিস করবেন না!

এছাড়াও 599 টাকার রিচার্জ প্ল্যান বৃদ্ধি পেয়ে হয়েছে 719 টাকা। এক্ষেত্রে আপনি পেয়ে যাবেন প্রতিদিন 1.5GB Data-র পরিবর্তে 2GB Data। একই সঙ্গে থাকছে আনলিমিটেড কলিং এবং 100 টি SMS প্রতিদিন। প্ল্যানটির বৈধতা রাখা হয়েছে 84 দিন। সবশেষে রয়েছে 839 টাকার প্ল্যান যা আগে ছিলো 699 টাকার রিচার্জ প্ল্যান। এরমধ্যে পাবেন 100 টি SMS ব্যবহারের সুযোগ প্রত্যেকদিন। এছাড়াও থাকছে আনলিমিটেড কলিং বেনিফিট। বর্তমানে এই প্ল্যানে পাবেন প্রতিদিন 2.5GB Data। প্ল্যানের বৈধতা 84 দিন।

অতিরিক্ত বেনিফিট কেমন রয়েছে?

এখানেই শেষ নয় 4 টে রিচার্জ প্ল্যানের মধ্যেই ইনক্লুড থাকছে সম্পূর্ণ এক মাসের জন্য Amazon Prime Video Mobile Edition এবং Wynk Music উপভোগের সুবিধা। 

কিভাবে পাওয়া যাবে এই বেনিফিট? 

এই এক্সট্রা বেনিফিট পাওয়ার পদ্ধতিও খুব সহজ। আজ প্ল্যান গুলি যদি আপনার রিচার্জ করা থাকে তাহলে শুধুমাত্র ডাউনলোড করে নিন এয়ারটেলের থ্যাংকস অ্যাপ্লিকেশন। তার মধ্যে গিয়ে রিডিম করে নিতে হবে এই বেনিফিটকে। তাই অবশ্যই মিস করবেন না। দাম বাড়িয়ে দেওয়ার পর এয়ারটেলের এমন উদ্যোগ কেমন লাগলো আপনার? তা অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। 

গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন।