খুব শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে Boat Watch Mystiq, জেনেনিন সম্ভাব্য স্পেসিফিকেশন্স বিস্তারিত ভাবে

ইতিমধ্যেই আমরা Boat সংস্থার অসাধারণ সমস্ত প্রোডাক্ট ব্যাপকভাবে উপভোগ করে এসেছি। সম্প্রতি শোনা যাচ্ছে কোম্পানি Boat Watch Mystiq নামে একটি নতুন স্মার্টওয়াচ লঞ্চ করার জন্য তৈরি হচ্ছে। লঞ্চের আগেই ই-কমার্স প্ল্যাটফর্ম Amazon স্মার্টওয়াচের স্পেসিফিকেশন্স লিস্ট হয়ে গেছে। চলুন জেনে নেওয়া যাক কী জানতে পারছি আমরা।

Boat Watch Mystiq স্পেসিফিকেশন্স কেমন?

এই স্মার্টওয়াচের মধ্যে রয়েছে 1.57-Inch HD Screen। একই সাথে পাবেন Side Crown Button। এছাড়াও থাকছে SpO2 Blood-Oxygen Sensor, Heart Rate Monitor এবং Stress Monitor পর্যবেক্ষণের সুবিধা। এরই পাশাপাশি আপনি আপনার স্মার্টফোনের মিউজিক এবং ক্যামেরার নিয়ন্ত্রণ করতে পারবেন। 

জেনেনিন : Hubble Space Telescope-এর তোলা বৃহস্পতি, শনি, উরেনাস ও নেপচুন গ্রহের লেটেস্ট ছবি দেখেছেন? মিস করবেন না!

এছাড়াও Calls/Message যাবতীয় নোটিফিকেশন আপনি এর মাধ্যমে দেখতে পারবেন। এখানেই শেষ নয় এর মধ্যে থাকছে 17 টি স্পোর্টস মোডস। যেখানে ইনক্লুড রয়েছে Yoga, Running, Climbing, Soccer, Fast Walk, Cycling, Dance, Aerobics, Tennis, Basketball, Sit-Ups, Swimming এবং Badminton।

এরই পাশাপাশি যুক্ত রয়েছে High-Intensity Interval Training Mode যা স্মার্টওয়াচ ইউজারকে কে নির্দিষ্ট স্টেপ অনুসারে ব্যায়াম অনুসরণ করতে সাহায্য করে। সংস্থার তরফ থেকে দাবি করা হয়েছে এতে ব্যবহৃত ব্যাটারি সিঙ্গেল চার্জে সম্পূর্ণ 7 দিনের ব্যাটারি লাইফ প্রদান করতে সক্ষম। একই সাথে রয়েছে বিভিন্ন Cloud-Based Watch Faces এবং Themes।

লঞ্চ Date কবে?

স্মার্টওয়াচটি আমাদের দেশে কবে লঞ্চ হবে তা এখনো জানা যায়নি। তবে যেহেতু স্মার্টওয়াচটি Amazon সাইটে তালিকাভুক্ত হয়েছে তাই আমরা আশা রাখতে পারি খুব শীঘ্রই গ্রাহকরা এটি উপভোগের করতে পারবেন। নতুন এই স্মার্টওয়াচ সম্বন্ধে আপনি কতটা এক্সাইটেড? তা অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। 

গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন।