1990 সালে হাবল স্পেস টেলিস্কোপ (Hubble Space Telescope) লঞ্চের পর থেকেই মহাকাশের এক নতুন দিগন্ত আমাদের সকলের সামনে খুলে গেছে। একের পর এক অবিস্মরণীয় ছবি আমাদেরকে উপহার দিয়েছে এই টেলিস্কোপ। আর তার সাথে মহাকাশের রহস্য উন্মোচনে অনেক সাহায্য করে গেছে আমাদের।
অনেক আগের তৈরি এই টেলিস্কোপে মাঝে মাঝে সমস্যা দেখা দিলেও আবার ফিরিয়ে আনা গেছে তাকে। অতিসম্প্রতি আউটার প্লানেটস অ্যাটমোস্ফিয়ারস লিগ্যাসি প্রোগ্রাম (Outer Planets Atmospheres Legacy Programme) উপলক্ষে নাসা (NASA) এই হাবল টেলিস্কোপেরই তোলা বেশকিছু গ্রহের ছবি পাবলিশ করেছে। যে ছবিগুলো দেখে হতবাক হয়ে গেছেন সকলেই।
Hubble Space Telescope-এর তোলা বৃহস্পতি, শনি, উরেনাস ও নেপচুন গ্রহের লেটেস্ট ছবি মিস করবেন না!
বিজ্ঞানীরা এই সমস্ত ছবি গুলো থেকে সেই গ্রহ গুলো সম্পর্কে আরও রহস্য উন্মোচনে ব্যস্ত হয়ে রয়েছেন। ইতিমধ্যেই বৃহস্পতি (Jupiter), শনি (Saturn), ইউরেনাস (Uranus) এবং নেপচুন (Neptune)- এই চারটি গ্রহের ছবি প্রকাশ করেছে NASA। ছবি গুলি যেকোনো মহাকাশ প্রেমিককে মোহিত করে দিতে বাধ্য। চলুন দেখে নেওয়া যাক সেই সমস্ত ছবি গুলো।
NASA-র শেয়ার করা ছবি গুলির মধ্যে প্রথমেই বৃহস্পতি (Jupiter) গ্রহের ছবিটি দেখে নেব আমরা। এই ছবিটি 2021 সালের সেপ্টেম্বর মাসের 4 তারিখে তুলেছিল হাবল টেলিস্কোপ। এর মাঝে যে ঘূর্ণির মতো অংশটা দেখা যাচ্ছে, সেটা আদতে ঝড়। জানা যাচ্ছে দেড়শ বছর ধরে এই ঝড় তাণ্ডব চালিয়ে যাচ্ছে বৃহস্পতি গ্রহের বুকে।
এর পরে যে ছবিটি শেয়ার করা হয়েছে তা হল শনি (Saturn) গ্রহের ছবি। এই ছবিটি হাবল টেলিস্কোপ ক্যাপচার করেছে এই বছরেরই সেপ্টেম্বর মাসের 12 তারিখে। এই বলয় গ্রহের দক্ষিণের অংশটা যদি আপনি খেয়াল করেন সেখানে হালকা নীল রং দেখা যাচ্ছে। মনে করা হচ্ছে তখন দক্ষিণাংশে শীতকালের উপস্থিতির জন্যই এমন বর্ণ ধারণ করেছে শনি গ্রহ।
জেনেনিন : 200 দিন পর ভালোভাবে বসলাম, পৃথিবীতে ফিরে আবেগতাড়িত Thomas Pesquet, শুরু জিমে যাওয়া
এরপরে শেয়ার করা হয়েছে ইউরেনাস (Uranus) গ্রহের ছবি। এই বছরের অক্টোবরের 25 তারিখে হাবল টেলিস্কোপ এর ছবিটি ক্যাপচার করেছে। এই ছবির যখন তোলা হয়েছে তখন ইউরেনাসের উত্তরাংশে চলছে বসন্ত।
সবশেষে শেয়ার করা হয়েছে নেপচুন (Neptune) গ্রহের ছবি। আর এই ছবিটি ক্যাপচার করা হয়েছে সেপ্টেম্বরের 7 তারিখে। নেপচুনের এই নীল রং জলের জন্য নয়। এই রং এসেছে গ্রহটির মধ্যে মিথেন গ্যাসের উপস্থিতির জন্য।
প্রসঙ্গত উল্লেখ্য, ইতিমধ্যেই হাবল টেলিস্কোপ এর থেকেও আরও উন্নত এবং শক্তিশালী আর এক স্পেস টেলিস্কোপ প্রস্তুত করে ফেলেছে NASA। যা শুধুমাত্র লঞ্চের অপেক্ষা। এর নাম রাখা হয়েছে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ (James Webb Space Telescope)। সেই টেলিস্কোপও মহাকাশের আরও রহস্য আমাদের সামনে নিয়ে আসবে।
কেমন লাগলো Hubble Telescope-এর তোলা এই ছবি গুলি আপনার? অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন।