ইলন মাস্কের Starlink Internet Plan কিনবেন না, দেশের জনগণকে সতর্ক করল ভারত সরকার

starlink india

ইলন মাস্কের স্টারলিংক ইন্টারনেট (Starlink Internet) কানেকশন নিয়ে আমাদের উৎসাহের শেষ নেই। সমস্ত রকমের সুবিধা যুক্ত বড় শহর থেকে দূরবর্তী এলাকায়, যেখানে ভালো ইন্টারনেট কানেকশন পাওয়া মুশকিল, সেই ধরণের জায়গায় এই স্যাটেলাইট ইন্টারনেট সার্ভিস ইন্টারনেট কানেকশন পেতে সাহায্য করবে।

নিঃসন্দেহে গোটা বিশ্বকে ইন্টারনেটের মাধ্যমে জুড়ে ফেলতে খুব সুন্দর পদক্ষেপ এটি ইলন মাস্কের কম্পানি স্টারলিংক এর। প্রাথমিকভাবে লিমিটেড কিছু বড় শহরে এই ইন্টারনেট সার্ভিস কে নিয়ে আসা হবে এমনটা ঘোষণা করা হয়েছিল। মাত্র কয়েকদিন আগেই ভারতে তারা এর pre-registration শুরু করে দিয়েছিল। তবে এবার এই বিষয়ে দেশের জনগণকে সচেতন করে দিল ভারত সরকার। 

দেশের জনগণকে সতর্ক করল ভারত সরকার 

জানানো হয়েছে এখনও পর্যন্ত এই কাজ করার জন্য প্রয়োজনীয় লাইসেন্সই পায়নি তারা ভারত সরকারের কাছ থেকে। ভারতে ইলন মাস্কের স্টারলিংক ইন্টারনেট কানেকশন আসছে এমন ঘোষণা হওয়ার পর থেকেই চারিদিকে শোরগোল পড়ে গিয়েছিল। তার পর থেকেই এর প্রি-বুকিং শুরু হয়ে যায়। তবে ভারত সরকারের পক্ষ থেকে দেশের জনগণকে জানানো হয়েছে স্টারলিংয়ের এই ইন্টারনেট কানেকশন এখনই প্রি-বুক না করতে।

জেনেনিন : আপনার সন্তান অত্যধিক পাবজি অথবা ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া খেলে? এই ছয়টি সেটিং তাকে রক্ষা করবে, প্রোমোট করছে Krafton, এখনই জেনে নিন

কারণ একটাই, দেশে স্যাটেলাইট বেসড ইন্টারনেট কানেকশন দেওয়ার জন্য যে ধরনের লাইসেন্স প্রয়োজন হয়, সেই লাইসেন্স এখনও তারা পায়নি ভারত সরকারের কাছ থেকে। তারই সাথে স্টারলিংক কে অনুরোধ করা হয়েছে এদেশের আইন কানুন মেনে সমস্ত পদক্ষেপ গ্রহণ করতে। এমনকি প্রয়োজনীয় লাইসেন্স না পাওয়া পর্যন্ত যত দ্রুত সম্ভব এই প্রিবুকিংয়ের কাজ বন্ধ করতেও বলা হয়েছে। 

কবে অফিশিয়ালি লঞ্চ করা হবে এই স্যাটেলাইট বেসড ইন্টারনেট পরিষেবা? Starlink সম্পর্কে সরকারের এই ঘোষণার পরই এই প্রশ্ন আমাদের মনে আসা স্বাভাবিক। তবে তার উত্তর পাওয়া এখনই পাওয়া মুশকিল। Starlink-এর পাশাপাশি অফিসিয়ালি Tesla Electric Car কেও দেশের মাটিতে লঞ্চ করারর বিষয়ে আশাবাদী Elon Musk। সমস্ত সমস্যা মিটিয়ে সেই আশা কবে পূরণ হয়, তা এখন সকলেরই অজানা। 

গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন।