5000mAh ব্যাটারি সহ সদ্য লঞ্চ হয়ে যাওয়া Samsung Galaxy A03 Core স্মার্টফোন সম্পর্কে জানেন কি? মিস করবেন না

সাউথ কোরিয়ান ব্র্যান্ড Samsung তাদের Galaxy A সিরিজে সম্প্রতি যুক্ত করল আরও এক অসাধারণ স্মার্টফোন। সম্প্রতি লঞ্চ হয়ে গেল Samsung Galaxy A03 Core স্মার্টফোন। ইতিমধ্যে Samsung-এর তরফ থেকে স্মার্টফোনের স্পেসিফিকেশন্স প্রকাশ করা হয়েছে।

Samsung Galaxy A03 Core স্পেসিফিকেশন্স কেমন?

এই স্মার্টফোনের মধ্যে রয়েছে 6.5-Inch LCD HD+ Waterdrop Notch Display। জানা গেছে স্মার্টফোনের মধ্যে থাকছে Octa-Core Unisoc SC9863A। যার 4 টি Cores 1.6GHz এবং বাকি 4 টে Cores 1.2GHz গতিতে চলতে সক্ষম। এছাড়াও স্মার্টফোনের মধ্যে ইনক্লুড রয়েছে 2GB RAM এবং 32GB ইন্টারনাল স্টোরেজ।

জেনেনিন : আপনার সন্তান অত্যধিক পাবজি অথবা ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া খেলে? এই ছয়টি সেটিং তাকে রক্ষা করবে, প্রোমোট করছে Krafton, এখনই জেনে নিন

ক্যামেরা স্মার্টফোনের গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই স্মার্টফোনের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন 8MP Back Sensor এবং 5MP বিশিষ্ট সেলফি ক্যামেরা। আপনাদের আগেই জানিয়েছি স্মার্টফোনে পাবেন 5,000mAh ব্যাটারি। এরই পাশাপাশি 10W ফাস্ট চার্জিং সুযোগ তো পাবেনই। একই সাথে রয়েছে MicroSD এবং Nano-SIM Cards ব্যবহারের সুবিধা। 

দাম কত রাখা হয়েছে?

স্মার্টফোনটি লঞ্চ হলেও এখনো পর্যন্ত স্মার্টফোনের উপলব্ধতা এবং দাম সংস্থার তরফ থেকে প্রকাশ করা হয়নি। তবে জানা গেছে স্মার্টফোনটি Black এবং Blue এই দুটি কালার অপশনে উপলব্ধ রয়েছে। 

পরবর্তী আপডেট পাওয়া মাত্রই স্মার্টফোনের আরও খুঁটিনাটি তথ্য আপনাদের জানিয়ে দেব আমরা। কি ভাবছেন আপনি নতুন এই স্মার্টফোন সম্বন্ধে? তা অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না।