আপনার সন্তান অত্যধিক পাবজি অথবা ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া খেলে? এই ছয়টি সেটিং তাকে রক্ষা করবে, প্রোমোট করছে Krafton, এখনই জেনে নিন

Battlegrounds Mobile India ShresthoTech BGMI

পাবজি মোবাইল (PUBG Mobile) ব্যান হওয়ার পর ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া (Battlegrounds Mobile India)-কে ভারতে নিয়ে আসতে কম কাঠ-খড় পোড়ায়নি Krafton। বহু দিনের অপেক্ষা এবং বহু সাধ্য সাধনার পর অবশেষে এই গেমটিকে ভারতে লঞ্চ করা হয়। তাই এবার এই গেম থেকে কোনরকম সমস্যা যাতে না আসে সেই দিকে কড়া দৃষ্টি দেখেছে ক্রাফটন। 

আর সেটাই সেই জন্যই তারা ভারতে নিয়ে আসছে গেম রেস্পন্সিবলি (Game Responsively) ক্যাম্পেইন। যার মাধ্যমে সকলকে সচেতন করা হবে এই গেমে সিকিউরিটি সম্পর্কে। তার সাথে জানানো হবে এই গেমের মধ্যে কোন কোন ফিচার গেম সম্পর্কিত সমস্যা থেকে সকলকে রক্ষা করবে। ছড়িয়ে দিতে পারবে সচেতনতা এবং তারই সাথে প্রমোট করবে রেসপন্সিবল গেমিংকে। আর গেমারদের মধ্যে গড়ে তুলবে স্বাস্থ্যকর হ্যাবিটস। 

আপনার সন্তান অত্যধিক PUBG অথবা Battlegrounds Mobile India খেলে?

চলুন দেখে নেওয়া যাক কোন কোন ফিচার গুলো এই গেমে রয়েছে যা এই ক্যাম্পেইনের মাধ্যমে প্রমোট করা হবে।  

1। প্রথমত যে ফিচারটির কথা বলা প্রয়োজন তা হল ভার্চুয়াল ওয়ার্ল্ড ওয়ার্নিং মেসেজ। যারা ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া খেলেছেন তাদের কাছে ব্যাপারটা নতুন নয়। গেম শুরু হওয়ার আগেই এই সর্তকতা দিয়ে গেমারদের সচেতন করে দেওয়া হয়। ইন গেম অডিওর সাহায্যে জানিয়ে দেওয়া হয় যে এটা একটি ভার্চুয়াল ওয়ার্ল্ড। বাস্তব জীবন নয়। তাই বাস্তব জীবনের সাথে এর কোন মিল প্রত্যাশা করা উচিত নয়। 

2। তারই সাথে থাকছে ওটিপি অথেন্টিকেশন এর ব্যবস্থাও। যদি কোন গেমারের বয়স 18 বছর এর কম হয়, তাহলে তাকে তার বাবা-মা অথবা যেকোনো একজন গার্জেন এর ফোন নাম্বার ব্যবহার করে এই গেমটি কে খেলতে হয়। সেক্ষেত্রে সেই ব্যক্তির নাম্বার একটি ওটিপি পাঠানো হয়। এই ওটিপি সঠিকভাবে টাইপ করলে তবেই 18 বয়সের নিচের বয়সীদের গেম খেলতে দেওয়া হয়।  

জেনেনিন : Airtel-এর পর এবার দাম বেড়ে গেল Vi প্রিপেইড প্ল্যানের, এক নজরে জেনেনিন পরিবর্তিত দাম, খারাপ খবর সকলের জন্যই

3। ব্রেক রিমাইন্ডার রয়েছে এই গেমের মধ্যে। ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়ার মত ব্যাটেল রয়েল গেম গুলি প্রচন্ডরকম অডিকটিভ হয়ে থাকে। এর ফলে সেই গেম খেলতে খেলতে অনেকেরই হিসাব থাকে না। তাদের জন্যই এই ধরনের রিমাইন্ডার দেওয়া হয় গেমের মধ্যে। যার মধ্যে নির্দিষ্ট সময় অন্তর ব্রেক নেওয়ার কথা বলা হয় গেমারকে। 

4। এছাড়াও 18 বছরের নিচের বয়সীদের জন্য রাখা হয়েছে গেমপ্লে লিমিটেশন। সেক্ষেত্রে প্রত্যেকদিন 3 ঘণ্টার বেশি খেলা যায় না এই গেম। 

5। তারি সাথে রাখা হয়েছে ডেইলি স্পেন্ডিং লিমিট। অনেক সময় আমরা দেখতে পাই বাবা-মায়ের ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড কানেক্ট করে নিয়ে যত খুশি খরচ করে চলেছে শিশুরা নিজেদের অজান্তেই। সেই পরিস্থিতিতে লাগাম টানতে একদিনে 7,000 টাকার বেশি ইন গেম পারচেস বন্ধ করেছে ক্রাফটন। 

6। সাথে গেমের মধ্যে নানারকম সেনসিটিভ কনটেন্ট অথবা গ্রাফিক্স কন্টেন্টকে যতটা সম্ভব শিথিল করা হয়েছে। গেমের মধ্যে রক্ত কেও অন্য রঙে দেখানো হচ্ছে। ব্যবহার করা হয়েছে আরও সফট ল্যাঙ্গুয়েজ। ‘কিল’ অর্থাৎ ‘হত্যা করা’ এই শব্দটি কে বন্ধ করা হয়েছে। তার পরিবর্তে ব্যবহার করা হচ্ছে ‘ফিনিশ’ অর্থাৎ ‘শেষ’ শব্দটিকে। আপনিও কি ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া খেলেন? এই নতুন পদক্ষেপ গুলো আপনার কেমন লাগে?

গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন।