লঞ্চ হয়ে গেল Oppo Reno 7, Oppo Reno 7 Pro এবং Oppo Reno 7 SE স্মার্টফোন, এক নজরে জেনেনিন স্পেসিফিকেশন্স, দাম এবং কালার ভেরিয়েন্ট

oppo launched reno 7 series with three smartphones specifications price

অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর চিনা মার্কেটে লঞ্চ হয়ে গেল Oppo Reno 7, Oppo Reno 7 Pro এবং Oppo Reno 7 SE তিনটি নতুন স্মার্টফোন। ইতিমধ্যে স্মার্টফোনের স্পেসিফিকেশন্স, দাম এবং কালার ভেরিয়েন্ট প্রকাশিত হয়েছে। চলুন দেরি না করে জেনে নেওয়া যাক সমস্ত কিছু।

Oppo Reno 7 স্পেসিফিকেশন্স কেমন রয়েছে?

এই স্মার্টফোনের মধ্যে রয়েছে 6.43-Inch Full HD+ AMOLED Display। একই সাথে পেয়ে যাবেন 90Hz Refresh Rate, 180Hz Touch Sampling Rate এবং 91.7% Screen-To-Body Ratio সুবিধা। জানা গেছে স্মার্টফোনটি Qualcomm Snapdragon 778G SoC ওপর ভিত্তি করে পরিচালিত হবে। 

স্মার্টফোনটিতে Android 11 ColorOS 12 আপডেট দেখতে পাবো আমরা। এই স্মার্টফোনের মধ্যে রয়েছে 64MP Primary Sensor, 8MP Wide Angle Camera এবং 2MP Macro Camera। এছাড়াও থাকছে 32MP সেলফি ক্যামেরা। এখানেই শেষ নয় পেয়ে যাবেন 60W ফাস্ট চার্জিং সুবিধা সহ 4,500mAh ব্যাটারি।

Oppo Reno 7 SE স্পেসিফিকেশন্স কেমন রয়েছে?

স্মার্টফোনটিতে রয়েছে 6.43-Inch FHD+ AMOLED Display। একই সঙ্গে পাবেন 90.8% Screen-To-Body Ratio। আরও পাবেন Corning Gorilla Glass 5 প্রটেকশন। স্মার্টফোনের মধ্যে উপস্থিত থাকছে MediaTek Dimensity 900 SoC। 

স্মার্টফোনের মধ্যে রয়েছে ট্রিপল ক্যামেরা যেখানে পাবেন 48MP Primary Sensor এবং 2MP Macro Sensor এবং 2MP Portrait Lens। একই সাথে যুক্ত থাকছে 16MP অসাধারণ ফ্রন্ট ক্যামেরা। এরই পাশাপাশি ইনক্লুড রয়েছে 33W ফাস্ট চার্জার এবং 4500mAh ব্যাটারি।

Oppo Reno 7 Pro স্পেসিফিকেশন্স কেমন রয়েছে?

এই স্মার্টফোনের মধ্যে আপনি পেয়ে যাবেন 6.55 Inch Full-HD+ Super AMOLED Display। একই সাথে পাবেন 180Hz Touch Sampling Rate এবং 90Hz Refresh Rate। স্মার্টফোটিতে রয়েছে Octa-Core MediaTek Dimensity 1200 Max Processor। 

ক্যামেরা স্মার্টফোনের গুরুত্বপূর্ণ অংশ। ক্যামেরা হিসাবে থাকছে 50MP Sony IMX766 Primary Camera, Wide Angle Camera এবং 2MP Macro Sensor। একই সাথে পেয়ে যাবেন 32MP সেলফি তোলার সুবিধা। এছাড়াও রয়েছে 65W ফাস্ট চার্জিং বিশিষ্ট 4,500mAh ব্যাটারি।

জেনেনিন : আবার দৌরাত্ম্য Joker Malware-এর, এখুনি আনইনস্টল করেদিন এই Application গুলি

দাম কত রাখা হয়েছে?

সর্বপ্রথম আমরা জেনে নেবো Oppo Reno 7 স্মার্টফোনের দামের ব্যাপারে। ডিভাইসটির 8GB RAM এবং 128GB মডেলের দাম CNY 2,699। একই সাথে 8GB RAM এবং 256GB স্টোরেজ ভেরিয়েন্টের জন্য খরচ করতে হবে CNY 2,999। এছাড়াও 12GB RAM এবং 256GB ইন্টারনাল স্টোরেজ মডেলের দাম নির্ধারণ করা হয়েছে CNY 3,299।

এরই পাশাপাশি Oppo Reno 7 SE স্মার্টফোনের 8GB RAM এবং 128GB স্টোরেজ দাম রাখা হয়েছে CNY 2,199। একই সঙ্গে 8GB RAM এবং 256GB ভেরিয়েন্টের মূল্য CNY 2,399। এখানেই শেষ নয়, Oppo Reno 7 Pro মডেলের 8GB RAM এবং 256GB দাম CNY 3,699। সবশেষে স্মার্টফোনটির 12GB RAM এবং 256GB জন্য দিতে হবে CNY 3,999।

কালার ভেরিয়েন্ট কেমন রয়েছে?

Oppo Reno 7 স্মার্টফোনটি Starry Night Black, Morning Gold এবং Star Rain Wash এই তিনটি কালার অপশনে দেখা গেছে। একই সঙ্গে Oppo Reno 7 SE মডেলটি Morning Gold, Star Rain Wash এবং Moon Night Black ভেরিয়েন্ট উপলব্ধ রয়েছে।

এছাড়াও Oppo Reno 7 Pro আপনি পেয়ে যাবেন Mu Xuejin, Starry Night Black এবং Star Rain Wash এই তিনটি কালার অপশনে। কোন স্মার্টফোনটি আপনার সবচেয়ে বেশি আকর্ষণীয় লেগেছে? তা অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না।