লঞ্চ হতে চলেছে Redmi Note 11 Series, এক নজরে জেনেনিন সম্ভাব্য স্পেসিফিকেশন্স এবং দাম সহ সমস্ত কিছু

সম্প্রতি এবার চিনা দেশে Redmi Note 11 সিরিজ লঞ্চ হতে চলেছে আর কিছুদিনের মধ্যেই। শাওমির তরফ থেকে বিষয়টি কনফার্ম করে জানানো হয়েছে। এই সিরিজে আমরা পেতে চলেছি Redmi Note 11, Redmi Note 11 Pro এবং Redmi Note 11 Pro + তিনটি ভিন্ন মডেল। 

লঞ্চ Date কবে?

ইতিমধ্যেই সংস্থার তরফ থেকে নিশ্চিতভাবে লঞ্চ ডেট প্রকাশ করা হয়েছে। জানা গেছে আগামী 28 অক্টোবর চিনা দেশে লঞ্চ হবে এই Redmi Note 11 সিরিজ। এবার জেনে নেওয়া যাক স্মার্টফোনগুলোর স্পেসিফিকেশন্স এবং দাম সহ সমস্ত কিছু।

Redmi Note 11 স্পেসিফিকেশন্স কেমন রয়েছে?

এই স্মার্টফোনের মধ্যে রয়েছে 6.5-Inch FHD+ IPS LCD Panel। স্মার্টফোনের মধ্যে থাকছে MediaTek Dimensity 810 SoC। একই সাথে পাবেন 120Hz Refresh Rate। এছাড়াও পাবেন IR Blaster, Corning Gorilla Glass Protection, Aluminium Alloy Frame এবং 3.5mm Audio Jack। এরই পাশাপাশি যুক্ত রয়েছে 5,000mAH ব্যাটারি এবং 33W ফাস্ট চার্জিং ফিচারস। আরও থাকছে 50MP Samsung JN1 Sensor এবং 2MP Depth-Field Camera। 

Redmi Note 11 Pro স্পেসিফিকেশন্স কেমন রয়েছে?

এই স্মার্টফোনের মধ্যে আপনি পেয়ে যাবেন Corning Gorilla Glass প্রটেকশন সহ 120Hz AMOLED Panel। স্মার্টফোনটি নির্মিত হয়েছে MediaTek Dimensity 920 Processor দ্বারা। জানা গেছে এটি Android 11 OS উপর ভিত্তি করে পরিচালিত হবে। একই সঙ্গে থাকছে 5,000mAh ব্যাটারি এবং 67W ফাস্ট চার্জার। এখানেই শেষ নয় রয়েছে 108MP Samsung HM2 Primary Sensor, 8MP Ultra-Wide-Angle Lens, 2MP Depth Sensor।

জেনেনিন : সাবধান! এই অ্যাপ্লিকেশন গুলো দ্রুত শেষ করে দিচ্ছে আপনার স্মার্টফোনের ব্যাটারি, এক্ষুনি সচেতন হয়ে যান

Redmi Note 11 Pro+ স্পেসিফিকেশন্স কেমন রয়েছে?

এই স্মার্টফোনের মধ্যে পাবেন 120Hz Refresh Rate বিশিষ্ট 6.67-Inch AMOLED Display। স্মার্টফোনের মধ্যে ইনক্লুড রয়েছে MediaTek Dimensity 1200 AI Processor। একই সাথে থাকছে 5000mAh ব্যাটারি এবং 120W ফাস্ট চার্জিং সিস্টেম। আরও রয়েছে X-Axis Vibration Motor ফিচার্স। এখানেই শেষ নয় পাবেন 108MP Main Camera, 8MP Ultra-Wide Lens এবং 2MP Depth Sensor। একই সঙ্গে থাকছে 16MP Front Camera। 

সম্ভাব্য দাম কত রাখা হয়েছে?

Redmi Note 11 স্মার্টফোনের 4GB + 128GB মডেলের দাম RMB 1,199 অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় 14,000 টাকার কাছাকাছি। একই সাথে 6GB + 128GB ভেরিয়েন্ট এর জন্য আপনাকে দিতে হবে RMB 1,399 অর্থাৎ ইন্ডিয়ান রুপিতে প্রায় 16,300 টাকা। এছাড়াও 8GB + 128GB মডেলের দাম RMB 1,599 এবং 8GB + 256GB দাম রাখা হয়েছে RMB 1,799। 

Redmi Note 11 Pro মডেলটির 6GB + 128GB দাম রাখা হয়েছে RMB 1,599 অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় 18,700 টাকা। একই সঙ্গে 8GB + 128GB দাম নির্ধারণ করা হয়েছে RMB 1,799 এবং 8GB + 256GB মডেলের দাম RMB 1,999। 

জেনেনিন : Pragati OS এনে দেবে JioPhone Next-এ এই সকল দুর্দান্ত সুবিধা, জেনেনিন খুঁটিনাটি

সর্বশেষ Redmi Note 11 Pro+ স্মার্টফোনটির 8GB + 128GB দাম ধার্য করা হয়েছে RMB 2,199 অর্থাৎ আমাদের দেশে যা 25,700 টাকা। এছাড়াও 8GB + 256GB মডেলের দাম রাখা হয়েছে RMB 2,499। 

স্মার্টফোনগুলো আমাদের দেশে কবে লঞ্চ হবে সেই প্রশ্নের উত্তর এখনো অন্ধকারেই রয়েছে। তবে আমরা আশা রাখতে পারি খুব শীঘ্রই আমাদের দেশে উপলব্ধ হবে এই স্মার্টফোন। কি ভাবছেন আপনি এই নতুন Redmi Note 11 Series সমন্ধে? তা আমাদের অবশ্যই জানাতে ভুলবেন।

গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন।