ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের মতোই প্রাইভেট স্পেস স্টেশন তৈরি করতে চলেছেন জেফ বেজোস, নাম Orbital Reef, মহাকাশে গিয়ে থাকতে পারবে সাধারণ মানুষ

Jeff Bezos Blue Origin Orbital Reef
Jeff Bezos Plans for a Private Space Station Named Orbital Reef (Image : Blue Origin)

ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন (International Space Station) নিয়ে আমাদের উৎসাহের শেষ নেই। পৃথিবীর থেকে 405 কিলোমিটার উপরে পৃথিবীকে প্রদক্ষিণ করে চলেছে বিজ্ঞানের এই বিস্ময়। আর তার মধ্যেই দিন যাপন করছেন মহাকাসচারীরা। করে যাচ্ছেন একের পর এক পরীক্ষা নিরীক্ষা। এবার ধনকুবের জেফ বেজোস ঘোষণা করলেন তিনি আরেকটি প্রাইভেট স্পেস স্টেশন তৈরি করতে চলেছেন।  

প্রাইভেট স্পেস স্টেশন তৈরি করতে চলেছেন আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস 

এই বিষয়ে বিস্তারিত ঘোষণা করেছে তার মহাকাশ বিষয়ক কোম্পানি কোম্পানি ব্লু অরিজিন (Blue Origin)। তার মাধ্যমেই এই অসাধ্য সাধনটি করতে চান তিনি। এই স্পেস স্টেশনের মাধ্যমেই বিশেষত মহাকাশ ভ্রমণ কমার্শিয়ালাইজ করা সম্ভব হবে। এমনটাই মনে করছেন তারা। কমার্শিয়াল স্পেস কোম্পানি Sierra Space ও Boeing, আর তার সাথে Arizona State University মিলিত হয়ে ব্লু অরিজিনের এই উদ্যোগকে সফল করবে। এই স্পেস স্টেশনের নাম তারা ঠিক করেছেন অরবিটাল রিফ (Orbital Reef)। ঠিক যেন সায়েন্সফিকশন থেকেই বেরিয়ে এসেছে তাদের এই আইডিয়া। 

জানা যাচ্ছে পৃথিবী থেকে 500 কিলোমিটার উপরে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন এর সামান্য উপরেই থাকবে এর অবস্থান। আর সেখান থেকেই পৃথিবীকে প্রদক্ষিণ করে চলবে এই নতুন স্পেস স্টেশন। এই নতুন স্পেস স্টেশন থেকে প্রত্যেকদিন 32 টি সূর্যোদয় দেখতে পাবেন মহাকাশচারীরা। একসাথে 10 জন মহাকাশচারী দিন কাটাতে পারবেন সেখানে এবং চালিয়ে যেতে পারবেন পরীক্ষা-নিরীক্ষা। থাকবে গবেষণাগারও।  

আর ব্লু অরিজিনের সাহায্যে যারা মহাকাশ ভ্রমণ করতে চান তারা সেখানে গিয়ে বসবাস করতেও পারবেন কয়েকটা দিন। এমনটাই প্রাথমিক চিন্তা ভাবনার মধ্যে রাখা হয়েছে। 

জেনেনিন : সাবধান! এই অ্যাপ্লিকেশন গুলো দ্রুত শেষ করে দিচ্ছে আপনার স্মার্টফোনের ব্যাটারি, এক্ষুনি সচেতন হয়ে যান

প্রসঙ্গত উল্লেখ্য 2000 সালে প্রতিষ্ঠা করা হয়েছিল এই ব্লু অরিজিন এবং তারপর থেকেই একের পর এক পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাচ্ছে তারা। এর সাহায্যেই জেফ বেজস নিজেই মহাকাশ ভ্রমণ করেছেন তার ভাইয়ের সাথে। এমনকি তাদের প্ল্যানের মধ্যেই রয়েছে ভবিষ্যতে মহাকাশে ছোট ছোট কলোনি গড়ে তোলা। যেখানে গিয়ে মানুষ সাধারণ ভাবে জীবন যাপন করতে পারবেন। এমনকি সেখানে থাকবে আর্টিফিশিয়াল গ্র্যাভিটি’র ব্যবস্থাও।  

গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে