লঞ্চ হয়ে গেল দুটি ভিন্ন মডেলের Redmi G 2021 Gaming Laptop, এক নজরে জেনে নিন স্পেসিফিকেশন এবং দাম সহ সমস্ত কিছু

Redmi-G-2021 Gaming Laptop Launched

সম্প্রতি Redmi চিনেতে লঞ্চ করে দিলো Redmi G 2021 Gaming Notebook এর দুটি নতুন মডেল। যার একটি Intel এবং অন্যটি AMD Chip দ্বারা পরিচালিত। ইতিমধ্যেই ল্যাপটপগুলোর ফিচারস এবং দাম জানতে পেরেছি আমরা। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত ভাবে সবকিছু।

Redmi G 2021 Gaming Notebook ফিচার্স কেমন রয়েছে?

এর মধ্যে আপনি পেয়ে যাবেন 16-Inch Display। একই সাথে রয়েছে 144Hz Refresh Rate। এছাড়াও স্ক্রিনের চারপাশে সামান্য বেজেল রয়েছে। ল্যাপটপের সামনে উপস্থিত রয়েছে Webcam। তাপ নিয়ন্ত্রণের জন্য এই নতুন রেডমি ল্যাপটপে Hurricane Heat Dissipation 3.0 সিস্টেম ইনক্লুড রয়েছে। 

একই সঙ্গে এটিতে দুটি ফ্যান এবং চারটি আউটলেট রয়েছে যা ল্যাপটপের কঠিন Task সম্পাদন করার সময় তাপ নিয়ন্ত্রণে সহায়তা করে। এছাড়াও AMD ভেরিয়েন্টে Copper Heat Pipes & 230W Power Adapter রয়েছে। যেখানে Intel ভেরিয়েন্টের মধ্যে পাবেন 180W Adapter। আরও পাবেন Wi-Fi 6, DTX: X Ultra Sound, Thunderbolt 4, USB-C পোর্ট। 

জেনেনিন : 5000mAh ব্যাটারি যুক্ত সবথেকে পাতলা স্মার্টফোন হিসাবে আসছে Oppo F19s, লঞ্চের আগেই জেনেনিন স্পেসিফিকেশন্স ও সম্ভাব্য দাম

দাম কত রাখা হয়েছে?

Intel 11th-Generation Core i5-11260H Processor বিশিষ্ট 16GB RAM + 512GB স্টোরেজ ভেরিয়েন্ট এর জন্য আপনাকে দিতে হবে CNY 5,699 অর্থাৎ ভারতীয় মুদ্রায় যা প্রায় 64,900 টাকা। 

একই সাথে AMD Ryzen 7 5800 Processor যুক্ত 8GB RAM + 512GB স্টোরেজ মডেলের জন্য আপনাকে খরচ করতে হবে CNY 6,999 অর্থাৎ ইন্ডিয়ান রুপিতে যা 79,700 টাকা।

সেল Date কবে রাখা হয়েছে?

চিনে Redmi G Gaming Notebook গুলির সেল শুরু হচ্ছে আগামী সেপ্টেম্বর মাসের 23 তারিখ থেকে। ভারতের বাজারে এই গেমিং ল্যাপটপ কবে উপলব্ধ হবে সেই নিয়ে সংস্থার তরফ থেকে কোনো রকম তথ্য জানানো হয়নি। কি ভাবছেন আপনি এই নতুন গেমিং ল্যাপটপ সম্বন্ধে? তা আমাদের অবশ্যই জানাতে ভুলবেন না।