5000mAh ব্যাটারি যুক্ত সবথেকে পাতলা স্মার্টফোন হিসাবে আসছে Oppo F19s, লঞ্চের আগেই জেনেনিন স্পেসিফিকেশন্স ও সম্ভাব্য দাম

Oppo F19s

আর মাত্র কয়েকদিন পরেই সেপ্টেম্বরের 27 তারিখে ভারতে অফিশিয়ালি লঞ্চ হতে চলেছে Oppo F সিরিজের আরেকটি নতুন স্মার্টফোন। আর সেটি হল Oppo F19s। চলুন দেখে নেওয়া যাক এই স্মার্টফোনের স্পেসিফিকেশনস। তারই সাথে জেনেনেব এর সম্ভাব্য দাম এবং সমস্ত কিছু লঞ্চের আগেই বিস্তারিত ভাবে। 

Oppo F19s স্পেসিফিকেশন্স

Oppo F19s- এর পর এবার এই সিরিজেরই Oppo F19s নিয়ে আসতে চলেছে Oppo। ইতিমধ্যেই এর বেশ কিছু স্পেসিফিকেশন্স কনফার্ম করে দেওয়া হয়েছে কোম্পানির তরফ থেকে। সেপ্টেম্বরের 27 তারিখে লঞ্চ করা হবে এই স্মার্টফোনটি। আর এরই মধ্যে এর গুরুত্বপূর্ণ কিছু ফিচারসও লিক হয়েগেছে। 

কোম্পানির পক্ষ থেকে ইতিমধ্যে এর মাইক্রো সাইট প্রস্তুত হয়ে গেছে এবং সেখান থেকে এর বেশকিছু স্পেসিফিকেশন সম্পর্কে জানতে পারছি আমরা। স্মার্টফোনটিতে থাকছে 5000mAh ব্যাটারি। আর এই ম্যাসিভ ব্যাটারি যুক্ত এটাই সব থেকে পাতলা স্মার্টফোন হতে চলেছে।  

এই বিপুল পরিমান ব্যাটারির সাথে থাকবে 33W-এর ফাস্ট চার্জার বক্সের মধ্যে। শুধু মাত্র এগুলোই নয়। এছাড়াও স্মার্টফোনে থাকবে 6.43 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে। থাকবে ফুল এইচডি প্লাস রেজুলিউশনের সাপোর্ট। ডিসপ্লের উপরে বাঁদিকে একটা হোল পাঞ্চ কাট আউট থাকবে সেলফি ক্যামেরার জন্য। 

জেনেনিন : অবিশ্বাস্য কান্ড! হাতে মোবাইল দেওয়া মাত্রই শেষ হয়ে যাচ্ছে মোবাইল ডেটা, উত্তরপ্রদেশের অস্তিত্ব আগারওয়াল কে নিয়ে চিন্তিত সকলেই

এবার স্মার্টফোনের ক্যামেরার বিষয়টা একটু দেখে নেওয়া যাক। স্মার্টফোনটিতে থাকবে ট্রিপল ক্যামেরা সেটআপ। যার প্রাইমারি ক্যামেরা হতে চলেছে 48 মেগাপিক্সেলের। তার সাথে থাকবে দুটো 2 মেগাপিক্সেলের সেন্সর। একটা ম্যাক্রো সেন্সর এবং অপরটি ডেফথ সেন্সর। থাকবে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। 6 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজের সাথে পাওয়া যাবে এই স্মার্টফোন। সাথে থাকবে 5 GB এক্সটেন্ডেড ড্রাইভের সাপোর্ট।  

কত দাম হবে স্মার্টফোনটির? 

স্মার্টফোনটির দাম কত হবে সে সম্পর্কে এখনো অফিশিয়ালি কোন খবর পাওয়া না গেলেও মনে করা হচ্ছে এর দাম 20,000 টাকার নিচেই থাকবে। কেমন লাগলে এই স্মার্টফোনের সমস্ত স্পেসিফিকেশনস আপনার? অবশ্যই জানাতে ভুলবেন না।