Realme Narzo 50A vs Redmi 10 Prime, এই দুটি বাজেট রেঞ্জের স্মার্টফোনের মধ্যে কোনটি ভালো? কে দিচ্ছে বেশি ভালো সুবিধা?

Realme Narzo 50A vs Redmi 10 Prime bangla comparison
Realme Narzo 50A vs Redmi 10 Prime, Which One should You Buy?

বাজেট রেঞ্জের মধ্যে 15,000 টাকার নিচেই Realme Narzo 50A ও  Redmi 10 Prime-এই দুটি স্মার্টফোনের মধ্যে কোন স্মার্টফোনটি ভালো হবে, এই বিষয়ে দ্বন্দ্বে পড়েন অনেকেই। আজকের আর্টিকেলে এই বিষয়েই আলোচনা। দুটি স্মার্টফোনেরই তুলনা করবো আমরা ও সব শেষে দেখেনিন এই দুটি স্মার্টফোনের মধ্যে কোনটি আপনার জন্য বেস্ট হবে। 

Narzo 50A vs Redmi 10 Prime, কেমন স্পেসিফিকেসন্স পাওয়া যাবে? 

দুটি স্মার্টফোনই খুবই ভাল স্পেসিফিকেসন্স নিয়ে হাজির হয়েছে। তবুও দেখে নেওয়া যাক কে দিচ্ছে কেমন স্পেসিফিকেসন্স এর সুবিধা।

Realme Narzo 50A vs Redmi 10 Prime, ডিসপ্লে কেমন? 

Realme Narzo 50A এই স্মার্টফোনের মধ্যে রয়েছে 720 x 1600 Pixel রেজোলিউশন যুক্ত 6.5-Inch HD+ Display। একই সাথে রয়েছে 570 nits Brightness।

অপরদিকে Redmi 10 Prime-এর মধ্যে ব্যবহার করা হয়েছে EVOL ডিজাইন। পাওয়া যাবে 6.5 ইঞ্চি FHD+ 2400X1080 রেজোলিউশনের ডিসপ্লে। পাওয়া যাবে 90Hz এর Adaptive Refresh Rate। পাওয়া যাবে কর্নিং গরিলা গ্লাস 3 এর প্রটেকশন। 

ক্যামেরা কেমন? 

Realme Narzo 50A-এর মধ্যে পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ। যার মধ্যে ইনক্লুড রয়েছে 50MP প্রাইমারি সেন্সর, 2MP ম্যাক্রো লেন্স এবং 2MP ব্ল্যাক এন্ড হোয়াইট পোর্ট্রেট লেন্স। সাথে 8MP সেলফি ক্যামেরা। 

এছাড়াও Super Nightscape, Night Filters, Beauty, HDR, Panoramic View, Portrait, Time-Lapse, Slo–Mo Mode-এর মতো অসাধারণ ফিচারসের সুবিধা রয়েছে। 

আর Redmi 10 Peime-এর মধ্যে রয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ। রেডমির তরফ থেকে এটাই প্রথম 50MP ক্যামেরা যুক্ত স্মার্টফোন। স্মার্টফোনে ক্যামেরা হিসাবে পাওয়া যাবে 50MP প্রাইমারি সেন্সর, 8MP Ultra-Wide লেন্স, 2MP Macro Lens যার মধ্যে রয়েছে 2X Zoom। আর 2 MP Defth Sensor পাওয়া যাবে। রয়েছে 8MP সেলফি ক্যামেরা। পাওয়া যাবে Palm Shutter মোডও। আছে Night Mode, Pro Colour Mode, Slow Motion,Timelapse ইত্যাদি মোডস পাওয়া যাবে। রয়েছে বিল্ট ইন এডিটর। 

জেনেনিন : Garena Free Fire Max আসছে এই সকল চমক নিয়ে! কোন ফোনে খেলা যাবে? জেনেনিন সমস্ত কিছু

প্রসেসর কেমন? 

Realme Narzo 50A-তে থাকছে Mali-G52 GPU বিশিষ্ট MediaTek Helio G85 SoC। ও আছে 128GB পর্যন্ত ইন্টারন্যাল স্টোরেজ এবং 4GB LPDDR4X RAM। স্মার্টফোনটি Android 11 ও Realme UI 2.0 দ্বারা পরিচালিত। 

Redmi 10 Prime-এর মধ্যে প্রসেসর হিসাবে পাওয়া যাবে MediaTek Helio G88।128 পর্যন্ত ইন্টারন্যাল স্টোরেজ এবং 6GB RAM। রয়েছে Hyper Engine Game Technology 2.0। পাওয়া যাবে MiUi 12.5। 2 GB পর্যন্ত এক্সটেনডেবেল RAM এর সুবিধাও পাওয়া যাবে। 

ব্যাটারি ও চার্জার কেমন? 

Realme Narzo 50A-তে থাকছে 6,000mAh এর ম্যাসিভ ব্যাটারি এবং 18W ফাস্ট চার্জিং সাপোর্ট। 

অপরদিকে Redmi 10 Prime-এর মধ্যেও পাওয়া যাবে 6000mAh ব্যাটারি। 18W এর ফাস্ট চারজিং সাপোর্ট থাকছে। তবে প্যাকেটে থাকবে 22.5W ফাস্ট চার্জার। 9W পর্যন্ত রিভার্স চার্জিংয়ের সুবিধা পাওয়া যাবে।

অন্যান্য কেমন ফিচার্স পাওয়া যাবে? 

Realme Narzo 50A-তে রয়েছে Rear-Mounted Fingerprint Sensor, 4G VoLTE, WiFi 802.11 b/g/n, Bluetooth 5.0, GPS এবং USB Type-C পোর্ট। 

Redmi 10 Prime-এ রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং স্মার্টফোনটির ওজন রাখা হয়েছে 192 গ্রাম। পাওয়া যাবে Sunlight Mode, Dark Mode, Dual Band WiFi, 3.5mm অডিও জ্যাক, IR Blaster ইত্যাদিও পাওয়া যাবে। রয়েছে ডুয়াল স্টিরিও স্পিকার্স ও ডুয়াল মাইক্স। 

দুটি স্মার্টফোনেরই দাম কেমন? 

Realme Narzo 50A স্মার্টফোনটি দুটি ভেরিয়েন্ট উপলব্ধ রয়েছে। যেখানে 4GB+64GB মডেলের দাম রাখা হয়েছে 11,499 টাকা। একই সাথে 4GB+128GB জন্য আপনাকে দিতে হবে ভারতীয় মুদ্রায় 12,499 টাকা। এটি Oxygen Green এবং Oxygen Blue কালার অপশনে পাওয়া যাবে।

জেনেনিন : Dirink ম্যালওয়ার লোপাট করে নিচ্ছে ব্যাংকের সমস্ত টাকা, এইভাবে সাবধান হয়ে যান, সতর্ক করল ভারত সরকার

এবার জেনে নেব আমরা Redmi 10 Prime এর দামের ব্যাপারে। দুটো ভেরিয়েন্টে পাওয়া যাবে এই স্মার্টফোনটি। 4GB-64GB স্টোরেজ ভেরিয়েন্ট। তার সাথে 6GB-128GB স্টোরেজ ভ্যারিয়েন্ট। 4GB-64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 12,499 টাকা এবং তার সাথে 6GB-128GB স্টোরেজ ভেরিয়েন্ট এর দাম রাখা হয়েছে 14,499 টাকা।  

দুটি স্মার্টফোনের মধ্যে কোনটি ভালো? 

একই রেঞ্জের দুটি স্মার্টফোনের মধ্যে অনেক কিছুই সাদৃশ্য রয়েছে। Realme Narzo 50A-এর মধ্যেও দুর্দান্ত স্পেসিফিকেশন্স রয়েছে। তবে ক্যামেরা, RAM, ফ্যাস্টার স্ক্রিন এক্সপিরিয়েন্স এর কথা ভাবলে Redmi 10 Prime কিছুটা হলেও এগিয়েই রয়েছে। 

ব্যাটারি সমান হলেও দ্রুত চার্জ মিটিয়ে নিতে পারবেন Redmi 10 Prime এর মধ্যেই। তবে এর বেস ভেরিয়েন্টের দামও Realme Narzo 50A-এর তুলনায় অল্প করে বেশিই। তাই এবার আপনার বিবেচনা করার পালা এই দুটি স্মার্টফোনের মধ্যে কোনটি আপনার পছন্দের!