সম্প্রতি Audio-Technica তাদের নতুন বাজেট হেডফোন হিসেবে ভারতে লঞ্চ করে দিলো ATH-102USB Headphone। জাপানি সংস্থার নির্মিত এই প্রোডাক্ট গ্রাহকদের দৃষ্টি আকর্ষণের জন্য বিশেষ স্পেসিফিকেশন দ্বারা নির্মিত হয়েছে। চলুন এক নজরে জেনে নেওয়া যাক সমস্ত কিছু বিস্তারিত ভাবে।
Audio-Technica ATH-102USB স্পেসিফিকেশন্স
এর মধ্যে রয়েছে 30mm Dynamic Drivers যার ফ্রিকোয়েন্সি রেসপন্স রেঞ্জ 20–20,000Hz এবং 32 Ohms। এটি আপনি নির্ভাবনায় ব্যবহার করতে পারবেন কারণ এর ওজন খুবই হালকা। একই সাথে এর মধ্যে রয়েছে Bidirectional Mic। এছাড়াও পাবেন Noise Cancellation এর সুবিধাও।
এটি USB Type-A এবং USB Type-C উভয় ক্ষেত্রেই ব্যবহার যোগ্য। যার মধ্যে দিয়ে USB (plug-and-play) সাথে যুক্ত করে ব্যবহারকারীরা Calls, Music, গেমিং উপভোগ করতে পারবেন। এছাড়াও থাকছে Volume এবং Microphone On/Off কন্ট্রোল সুবিধা। একই সাথে পাবেন USB Type-C Conversion Cord-ও।
এরই পাশাপাশি থাকছে অসাধারণ Hygiene ফিচার্স। আরও রয়েছে Antibacterial এবং Deodorant Processing Headset, Controller, Plug Part, Ear Pads, Windscreen-এ প্রয়োগ করা হয়। এটি Escherichia Coli, Yellow Cocci, এবং অন্যান্য ব্যাকটেরিয়া প্রতিরোধ করে যা হেডফোন ব্যবহারকারীদের জন্য বেশ নিরাপদ।
দাম কত রাখা হয়েছে?
ভারতের বাজারে Audio-Technica ATH-102USB Headphone-এর দাম নির্ধারণ করা হয়েছে 2,393 টাকা। সংস্থার তরফ থেকে দাবি করা হয়েছে এই তারযুক্ত Headphone টি আপনি যেকোনো ডিভাইসের সাথেই সংযোগ করতে পারবেন।
আমাদের দেশে এই প্রডাক্টটির সেল শুরু হওয়া মাত্রই আপনাদের জানিয়ে দেবো আমরা। কেমন লাগলো আপনার এই নতুন প্রোডাক্ট? তা অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না।