Dirink ম্যালওয়ার লোপাট করে নিচ্ছে ব্যাংকের সমস্ত টাকা, এইভাবে সাবধান হয়ে যান, সতর্ক করল ভারত সরকার

Internet Security Beware of Dirink Malware

ইন্টারনেট যেমন আমাদের অনেক সুবিধা এনে দিয়েছে, দূরকে করে দিয়েছে অনেক কাছে, তেমনই এর মাধ্যমে বিপদেও আমাদের আজকাল অত্যাধিক রকম ভাবে পড়তে হচ্ছে। অতি সম্প্রতি এমনই এক ম্যালওয়ারের কথা সকলের সামনে নিয়ে এল ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম। 

এক ম্যালওয়ার লোপাট করে নিচ্ছে ব্যাংকের সমস্ত টাকা

ম্যালওয়ারের নাম Dirink এবং বস্তুত ম্যালওয়ারটি এখন একটা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট এর অ্যাপ্লিকেশন হিসেবে ছদ্মবেশে গুগল প্লে স্টোরে রয়েছে। এমনটাই জানা যাচ্ছে। বর্তমান সময়ে এই ফেক App টিকেই ইনকাম ট্যাক্স এর এক প্রয়োজনীয় অ্যাপ্লিকেশন ভেবে নিয়ে অনেকেই এই ম্যালওয়ার যুক্ত অ্যাপ্লিকেশন টিকেই ডাউনলোড করছেন। 

তারপর তাকে তার কাছ থেকে ব্যাংকিং সম্পর্কিত ইনফর্মেশন চেয়ে নেওয়া হচ্ছে। চেয়ে নেওয়া হচ্ছে তার ব্যাংকের তথ্য থেকে শুরু করে যাবতীয় গুরুত্বপূর্ন অথচ সেনসেটিভ ইনফর্মেশন। আর সব শেষে তার ট্যাক্স পেমেন্টের কাজ কমপ্লিট করতে একটা ছোট অ্যামাউন্ট ট্রানজেকশনের কথা বলা হচ্ছে। যে ট্রানজেকশন করতে যাওয়ার চেষ্টা করলেই সেই অ্যাপটি ক্রাশ হয়ে যাচ্ছে। এইভাবেই আপনার সেট করা সমস্ত তথ্য তারা সেভ করে নিচ্ছে নিজেদের কাছে। যে তথ্য ব্যবহার করে হাতিয়ে নেওয়া হচ্ছে আপনার অ্যাকাউন্টের সমস্ত টাকা।  

জেনেনিন : ভারতেও নিয়ে আসা হচ্ছে Realme GT Neo 2 5G স্মার্টফোনটি, কবে লঞ্চ ডেট? জেনেনিন স্পেসিফিকেশন্স ও দাম

এমনকি প্রাথমিকভাবে সাধারণ ইউজারদের টার্গেট করে ফিশিং লিংক যুক্ত এসএমএস বা ইমেইল পাঠানো হচ্ছে। যার সাথে অফিশিয়াল ইনকাম ট্যাক্স ওয়েবসাইট এটাচ করে দেওয়া হচ্ছে খুব সহজেই আমাদের বিশ্বাস অর্জন করে নেওয়ার জন্য। সাথে এই ফেক অ্যাপ্লিকেশনের লিঙ্ক ও দেওয়া থাকছে। ডাউনলোড করে ব্যবহার করতে অনুরোধ করা হচ্ছে সেটাকে। তাই দয়া করে এই ধরনের ঘটনা থেকে সচেতন থাকুন। 

কিভাবে সাবধান থাকবেন এই ম্যালওয়্যার থেকে? 

যেকোনো ধরনের ইনকাম ট্যাক্স অ্যাপ্লিকেশন স্মার্টফোনে ডাউনলোড করার আগে সচেতন হয়ে যান। শুধুমাত্র অফিশিয়াল অ্যাপ্লিকেশনই ব্যবহার করুন। তার সাথে অ্যাপ্লিকেশন ইনস্টল করার আগে ভালো করে দেখে নিন অ্যাপ্লিকেশনটি জেনুইন কিনা। অপ্রয়োজনী অ্যাপ্লিকেশন স্মার্টফোনের না ইনস্টল করাই ভালো। 

কোন এপ্লিকেশন যদি আপনার ব্যাংকিং বিষয়ক সেনসিটিভ ইনফরমেশন চায়। তাহলে সেই ধরণের অ্যাপ্লিকেশন ব্যবহার করা থেকে বিরত থাকুন। অবশ্যই আর্টিকেলটি শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে এবং তাদেরকে সচেতন করুন করে দিন। শ্রেষ্ঠ টেক-এর এমনই গুরুত্বপূর্ণ টেক আপডেট সবার আগে পেতে আমাদের সঙ্গে থাকুন, আর শ্রেষ্ঠ থাকুন।