Realme Laptop-এ Out-of-the-Box যাওয়া যাবে Windows 11 এর সাপোর্ট? পাওয়া যাচ্ছে এমনই ইঙ্গিত

রিয়েলমি তাদের প্রথম ল্যাপটপ নিয়ে আসতে চলেছে এবং তাঁরই সাথে নিয়ে আসতে চলেছে তাদের প্রথম ট্যাবলেটও। এগুলোর নাম যথাক্রমে Realme Book এবং Realme Pad। এবার অতিসম্প্রতি ঘোষণা হয়ে গেছে Windows 11 এর ব্যাপারেও। মনে করা হচ্ছে রিয়েলমির আপকামিং ল্যাপটপে আমরা পেতে পারি উইন্ডোজ ইলেভেন আউট অব দ্য বক্স।  

রিয়েলমি ল্যাপটপে আমরা পেতে চলেছি Windows 11 সাপোর্ট! 

রিয়েলমি ল্যাপটপ এবং ট্যাবলেট এর দুটি প্রোডাক্ট নিয়ে আমাদের মধ্যে এক্সাইটমেন্টের শেষ নেই। এর আগেই দেখছিলাম অ্যান্ড্রয়েড অথরিটির মাধ্যমে এই দুটি প্রোডাক্টসের ছবি লিক হয়ে গিয়েছিল। 

পরবর্তীকালে কবে এই প্রডাক্টস লঞ্চ হবে সেই সম্পর্কেও আমরা হিন্টস পেয়েছিলেন। জেনেছিলাম দিওয়ালির আগেই ল্যাপটপকে লঞ্চ করে দেওয়া হবে।এবার সম্প্রতি Realme Techlife একটি পোস্ট করেছে যার মধ্যে Windows 11 কে ট্যাগ করা আছে। সেই পোস্টে Windows 11 রয়েছে এবং তারই সাথে একটি ল্যাপটপের সাইন চলে আসছে। 

এমনই দেখতে পাচ্ছি আমরা ছয় সেকেন্ডের এই ক্লিপসে। সেটা থেকেই উঠেছে অনেকের মনে প্রশ্ন তাহলে কি out-of-the-box রিয়েলমি বুকের মধ্যে আমরা উইন্ডোজ ইলেভেন সাপোর্ট পেয়ে যাব? দেখেনি রিয়েলমির করা টুইটটা এখানে-

এমন ধারণা করে নিচ্ছেন অনেকেই। তবে টুইট দেখে সত্যিই এটা মনে হওয়াই স্বাভাবিক যে out-of-the-box আমরা হয়তো অ্যান্ড্রয়েড ইলেভেন সাপোট পেয়ে যাব। তবে এমনও হতে পারে হয়তো লঞ্চের পরে যখনই Windows 11 অ্যাভেলেবল হবে তখনই আমরা আপডেট করে নিতে পারব।  

জানেন কি : ভারতে Nothing তাদের প্রোডাক্ট বিক্রি করবে এক্সক্লুসিভলি Flipkart এর মাধ্যমে, পাওয়া যাবে বেশ কিছু সুবিধা

প্রসঙ্গত উল্লেখ্য রিয়েলমি বুক ল্যাপটপ নিয়ে এখনো পর্যন্ত বেশি কিছু জানা না গেলেও ইতিমধ্যে ছবি দেখে এর ডিজাইন যে ম্যাকবুকের থেকেই ইন্সপায়ার্ড সেটা আমরা বুঝতেই পারছি। তার সাথে যদি উইন্ডোজ ইলেভেনের সাপোর্ট পাওয়া যায় তাহলে তার থেকে ভালো আর কিছু হতেই পারেনা। এই বিষয়ে আপনার কি মতামত?

শ্রেষ্ঠ টেক-এর টেক আপডেট পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। সমস্ত লেটেস্ট আপডেট পেতে আমাদের সাথে সোশ্যাল মিডিয়ায় অবশ্যই জয়েন করুন।