সম্প্রতি আমাদের দেশে লঞ্চ হয়ে গেল Garmin Forerunner 55 Smartwatch। দেখেনিন এর সমস্ত স্পেসিফিকেশন্স, লঞ্চ ডেট, দাম।
কেমন এই Garmin Forerunner 55 Smartwatch?
Smartwatch টিতে থাকছে 1.04-inch Round Colour Display যার Resolution 208×208 pixels। iOS এবং Android ব্যাবহারকারীরা এটি নির্ভাবনায় ব্যবহার করতে পারবেন। পেয়ে যাবেন Bluetooth Connectivity সুবিধা।
একই সাথে 5 ATM Water Resistance, GPS Connectivity সিস্টেম ইনক্লুড রয়েছে। এটির মাধ্যমে আপনি 200 ঘন্টা অবধি Activity Data Record করতে পারবেন। সংস্থার পক্ষ থেকে দাবী করে জানানো হয়েছে Smartwatch টি 14 দিন পর্যন্ত Battery Life প্রদান করবে। এরই সাথে এটি GPS mode এ টানা 20 ঘন্টা ব্যবহার করতে পারবেন।
Garmin Forerunner 55 টিতে থাকছে Alarms, Timers, Stopwatch, Sunrise/Sunset times পর্যবেক্ষণের সুবিধা। একই সাথে এটির মাধ্যমে আপনি আপনার Smartphone টিকে সনাক্ত করতে সক্ষম হবেন। Find My Watch এটির মধ্যে রয়েছে।
জানেন কি : Realme এবার নিয়ে আসছে Beard Trimmer, Hair Dryer, রয়েছে আরও চমক! আসছে জুলাইয়ের 1 তারিখে
আরও পাবেন GLONASS Sensors, Garmin Elevate Wrist, Heart Rate Monitoring, Respiration Rate, Fitness Age, Stress Monitoring, Relaxation Reminders, Sleep Monitoring, Hydration, Women’s Health, Accelerometer, GPS এর মতো অসাধারণ ফিচার্স।
একই সাথে Step Counter, Auto Goals Feature, Calories Burned, Travelled Distance, Gym & Activity Profiles, Elliptical training, Stair stepping, HIIT, Pilates, Yoga, Running, Treadmill Running, Track Running, Indoor Track Running, Virtual Running, Cycling, Swimming ইত্যাদি বিষয়ে এটি আপনাকে নিখুঁত ভাবে জানিয়ে দেবে। এটির ওজন মাত্র 37 grams।
দাম কত?
ভারতীয় মুদ্রায় এটির দাম রাখা হয়েছে 20,990 টাকা। Garmin Forerunner 55 Smartwatch টি আপনি 3 টি colour variants এ পেয়ে যাবেন যার মধ্যে থাকছে Aqua, Black এবং Monterra Grey colours।
কোথা থেকে কিনতে পারবেন?
গ্রাহকরা এটি Amazon India, Flipkart, Tata CLiQ, Synergizer এবং Garmin Brand Stores মাধ্যমে কিনে নিতে পারবেন।