চুপিসারেই লঞ্চ করে দেওয়া হল Realme C11 (2021), দেখে নিন এই স্মার্টফোন সম্পর্কে বিস্তারিত

realme c11 2021 launched in india specifications price sale date

গত মাসেই গ্লোবালি লঞ্চ করে দেওয়া হয়েছিল Realme C11 (2021) ফোনকে। আর আজকেই এই স্মার্টফোনটি ভারতে লঞ্চ করে দেওয়া হল একপ্রকার চুপিসারেই। দেখে নেওয়া যাক এই স্মার্টফোনের সমস্ত স্পেসিফিকেশনস, দাম ও সেল ডেট সমস্ত কিছু বিস্তারিত ভাবে। 

Realme C11 (2021) স্পেসিফিকেশন্স

Realme C11 (2021) এর মধ্যে রয়েছে 6.5 ইঞ্চির IPS LCD ডিসপ্লে। এর মধ্যে পাওয়া যাবে 60Hz এর রিফ্রেশ রেট। ব্রাইটনেস থাকবে 400 nits।এবার আসি এই ডিভাইসের ক্যামেরার ব্যাপারে। এর মধ্যে পাওয়া যাবে 8 মেগাপিক্সেল এর রিয়ার ক্যামেরা। আর তার সাথে থাকছে LED Flash। আর পাওয়া যাবে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।

পাওয়া যাবে 2GB RAM এবং 32 GB ইন্টারনাল স্টোরেজ। স্টোরেজকে 256GB পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে। তার সাথে প্রসেসর হিসাবে থাকছে SC9863A। এটি একটি অক্টাকোর প্রসেসর। সাথে পাওয়া যাবে IMG8322 GPU।  

দুটি কালার ভেরিয়েন্টে স্মার্টফোনটি পাওয়া যাবে। একটি হল Cool Grey এবং অপরটি Cool Blue। 5000 mAh ব্যাটারি রয়েছে এই স্মার্টফোনে এবং 10W চার্জিং সাপোর্ট করছে এই স্মার্টফোনটি।  

জানেন কি : লঞ্চ হয়ে গেল Garim Forerunner 55 Smartwatch, দেখেনিন এর সমস্ত স্পেসিফিকেশন্স, লঞ্চ ডেট, দাম

পাওয়া যাবে Android 11 Go এডিশন। আর তার ওপর Realme UI স্কিন। রয়েছে 3.5mm হেডফোন জ্যাক, মাইক্রো ইউএসবি পোর্ট, এফএম রেডিও। এর ওজন 190 গ্রাম। Dual SIM সাপোর্ট করে এই ডিভাইস টি এবং তার সাথে 4G VOLTE সাপোর্টেড। 

Realme C11 (2021)-এর দাম

Realme C11 (2021)-এর দাম 6,999 টাকা। আর ইন্ট্রোডাক্টরি দাম হিসাবে এখন স্মার্টফোনটি কেনা যাবে মাত্র 6,799 টাকা দিয়ে। স্মার্টফোনটি পাওয়া যাবে অ্যামাজন, রিয়েলমি অনলাইন স্টোর এবং অফলাইন স্টোর থেকে। 

শ্রেষ্ঠ টেক-এর টেক আপডেট পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। সমস্ত লেটেস্ট আপডেট পেতে আমাদের সাথে সোশ্যাল মিডিয়ায় অবশ্যই জয়েন করুন।