লঞ্চ হয়ে গেল Realme GT Master Edition এবং Master Explorer Edition, জেনে নিন ফিচারস এবং দাম

Realme GT Master Edition Realme Master Explorer Edition ShresthoTech

এবার রিয়েলমি লঞ্চ করেদিল তাদের দুটি অসাধারণ স্মার্টফোন। যার প্রথমটি Realme GT Master Edition এবং দ্বিতীয়টি Realme Master Explorer Edition। সম্প্রতি স্মার্টফোন দুটি China-তে মুক্তি পেয়েছে। স্মার্টফোন দুটির স্পেসিফিকেশন এবং সম্ভাব্য দাম সকলের সামনে এসে গেছে। চলুন এক নজরে দেখেনিন কি জানা যাচ্ছে এই স্মার্টফোন দুটি সম্পর্কে।

Realme GT Master Edition স্পেসিফিকেশনস

এই স্মার্টফোনটিতে রয়েছে 6.4-inch FHD+ Super AMOLED Display। একই সঙ্গে পাবেন 120Hz Refresh Rate এবং 1,000 nits Peak Brightness। প্রসেসর হিসাবে স্মার্টফোনের মধ্যে রয়েছে Qualcomm Snapdragon 778G SoC।

একই সাথে পাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ যার মধ্যে রয়েছে 64MP Primary Sensor, 8MP Ultra-Wide-Angle lens এবং 2MP Depth Sensor। এছাড়াও পেয়ে যাবেন 32MP Sony IMX 615 Sensor যুক্ত Selfi Camera। 

জেনেনিন : Google Chrome ব্যবহার করেন? এই কাজটি করুন, না হলে হ্যাক হয়ে যেতে পারে আপনার ডিভাইস

স্মার্টফোনের মধ্যে রয়েছে 4,300mAh Battery এবং 65W Fast Charging-এর সুবিধা। স্মার্টফোনের মধ্যে রয়েছে 802.11 b/g/n Wi-Fi, Bluetooth 5.2, 5G এবং NFC। Android 11 ওপর ভিত্তি করে স্মার্টফোনটি তৈরি হয়েছে।

Realme GT Master Explorer Edition স্পেসিফিকেশন

এই স্মার্টফোনের মধ্যে আপনি পেয়ে যাবেন 120Hz Refresh Rate যুক্ত 6.5-inch FHD+Super AMOLED Display। এটিতে আপনি পেয়ে যাবেন Qualcomm Snapdragon 870 Chipset। একই সাথে এটির মধ্যে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ যেখানে আপনি 50MP Sony IMX766 Primary Sensor, 16MP Ultra-Wide-Angle lens এবং 2MP Macro lens রয়েছে।

এছাড়াও রয়েছে 32MP Selfie Camera। ব্যাটারি হিসাবে স্মার্টফোনের মধ্যে আপনি পেয়ে যাবেন 4,500mAh Battery এবং 65W Fast Charging ফেসালিটি। এবার আমরা জেনেনেবো স্মার্টফোন দুটির দামের ব্যাপারে।

দাম কত রাখা হয়েছে?

Realme GT Master Edition এর 8GB RAM এবং 256GB Internal Storage জন্য খরচ করতে হবে RMB 2,399 অর্থাৎ ভারতীয় মুদ্রায় যা প্রায় 27,500 টাকা এবং অন্য একটি ভেরিয়েন্ট যেটা পরিষ্কারভাবে এখনো জানা যায়নি তার দাম RMB 2,599 অর্থাৎ যার ভারতীয় মুদ্রায় মূল্য 30,000 টাকা। 

জেনেনিন : Free Fire করে ফেলল এই অবিশ্বাস্য রেকর্ড, তার জন্যই ঘোষণা করা হল স্পেশাল ইভেন্টেরও, এখুনি জেনেনিন

অন্যদিকে Realme GT Master Explorer Edition এর 8GB RAM এবং 128GB Storage ভেরিয়েন্ট জন্য দিতে হবে RMB 2,799 অর্থাৎ ভারতীয় মুদ্রায় 32,000 টাকা 12GB RAM এবং 256GB Storage জন্য আপনাকে খরচ করতে হবে RMB 3,199 অর্থাৎ ভারতীয় মুদ্রায় যা প্রায় 36,000।

উপরে উল্লেখিত স্মার্টফোন দুটির স্পেসিফিকেশন দুর্দান্ত। তবে ভারতের বাজারে স্মার্টফোনগুলি কবে উপলব্ধ হবে সে নিয়ে এখনো কোনো তথ্য পাওয়া সম্ভব হয়নি।