স্যামসাং তাদের Samsung Galaxy M21-এর 2021 ভার্শন লঞ্চ করে দিল আজকেই। যার মধ্যে 6000mAh এর ব্যাটারি রয়েছে। রয়েছে আরও বেশ কিছু আকর্ষণীয় স্পেসিফিকেশনস। চলুন দেখে নেওয়া যাক এই স্মার্টফোন সম্পর্কে সমস্ত কিছু বিস্তারিতভাবে।
Samsung Galaxy M21 2021 Edition
Samsung Galaxy M21 2021 Edition-এর মধ্যে রয়েছে 6.4 ইঞ্চির FHD+ sAMOLED ডিসপ্লে। রয়েছে ওয়াটার ড্রপ নচ। এর রিফ্রেশ রেটের কথা বলতে গেলে এর মধ্যে পেয়ে যাবেন 60Hz-এর রিফ্রেশ রেট।
এবারে স্মার্টফোনের ক্যামেরার ব্যাপারে জানা যাক। স্মার্টফোনটিতে পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ। যার প্রাইমারি সেনসর 48 মেগাপিক্সেলের। তার সাথে রয়েছে 8 মেগাপিক্সেল ওয়াইড এঙ্গেল লেন্স এবং 5 মেগাপিক্সেলের ডেফথ সেন্সর। পেয়ে যাবেন 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।স্মার্টফোনে পেয়ে যাবেন 6000mAh এর ম্যাসিভ ব্যাটারি। আর 15W ফাস্ট চার্জিং সাপোর্ট থাকছে। প্রসেসর হিসেবে এর মধ্যে থাকছে Samsung Exhnos 9611 চিপসেট।
4GB-64GB এবং 6GB-128GB এই দুটো স্টোরেজ ভেরিয়েন্ট-এ এই স্মার্টফোনটি অ্যাভেলেবল আছে। পাওয়া যাবে Android 11 এর উপর ভিত্তি করে ওয়ান One UI 3.0 স্ক্রিন। এবার জানা যাক স্মার্টফোনটির দাম সম্পর্কে।
জেনেনিন : Free Fire করে ফেলল এই অবিশ্বাস্য রেকর্ড, তার জন্যই ঘোষণা করা হল স্পেশাল ইভেন্টেরও, এখুনি জেনেনিন
আগেই জানানো হয়েছে দুটি স্টোরেজ ভেরিয়েন্টে এই স্মার্টফোনটি অ্যাভেলেবল হচ্ছে। একটা 4GB-64GB ভেরিয়েন্ট এবং অপরটি 6GB-128GB স্টোরেজ ভেরিয়েন্ট। 4GB-64GB স্টোরেজ ভেরিয়েন্ট এর দাম রাখা হয়েছে 12,499 টাকা এবং 6GB-128GB স্টোরেজ ভেরিয়েন্ট এর দাম রাখা হয়েছে 14,499 টাকা।
স্মার্টফোনটি সেল শুরু হবে জুলাই 26 তারিখ থেকে। পাওয়া যাবে স্যামসাং ইন্ডিয়া অফিশিয়ালি স্টোর থেকে এবং অ্যামাজন ইন্ডিয়া সহ বেশ কয়েকটি জায়গা থেকে। দুটো কালার ভেরিয়েন্টে এই স্মার্টফোনটি উপলব্ধ থাকছে। একটা Arctic Blue এবং অপরটি Charcol Black। কেমন লাগলো স্মার্টফোনটির স্পেসিফিকেশন্স আপনার? অবশ্যই জানাতে ভুলবেন না।