বর্তমান সময়ে ব্যাটেল রয়েল গেম গুলোর জনপ্রিয়তা অত্যন্ত রকমের বেশি। আর এই গেম গুলোর মধ্যে আরও এক জনপ্রিয় স্থান দখল করে রয়েছে ফ্রী ফায়ার (Free Fire)। ফ্রি ফায়ার গেম সকলের কাছে অত্যন্ত জনপ্রিয়। আর এবার এই গেমই করে ফেলল বিশাল এক রেকর্ড।
এটাই হচ্ছে প্রথম ব্যাটেল রয়েল গেম যা 1 বিলিয়ন ডাউনলোডের মার্ক ক্রস করলো গুগল প্লে স্টোরে। অর্থাৎ যত ব্যাটেল রয়েল গেম রয়েছে তার মধ্যে এই গেমটা 1,000,000,000 অর্থাৎ 100 কোটি ডাউনলোড হয়ে গেল গুগল প্লে স্টোরে। এখনো পর্যন্ত নিঃসন্দেহে এটা একটা দারুন মাইলস্টোন ফ্রি ফায়ার গেম জন্য।
ফ্রী ফায়ার গেম সম্পর্কে এর আগেও আমরা অনেক কিছু জানিয়েছি। আমরা জানিয়েছি এই গেম সম্পর্কে অনেক অজানা তথ্যও। 111 স্টুডিও এই গেমটা ডেভলপ করেছিল এবং এটা পরবর্তীকালে গেরিনা পাবলিশ করে সারা পৃথিবী জুড়ে। 2020 সালে এই গেমটা মোস্ট ডাউনলোডেড গেমসের স্থান দখল করে নিয়েছিল। আর এই বার চলে এলো এই রেকর্ড সকলের সামনে। আর এই রেকর্ডকে সেলিব্রেট করতে বিশেষ ইন গেম ইভেন্ট (In Game Event) ঘোষণা করে দিল ফ্রী ফায়ার।
জেনেনিন : ভারতে TikTok ফিরে আসতে চেষ্টা করছে অন্য নামে, পাওয়া যাচ্ছে এমনই ইঙ্গিত, জেনেনিন এখনই
এই স্পেশাল ইভেন্ট হতে চলেছে আগস্ট মাসে। যখন থেকেও আবার এই গেমের ফোর্থ অ্যানিভার্সারি সেলিব্রেশনও শুরু হবে। সমস্ত কিছু মিলিয়ে রীতিমতো জনপ্রিয়তার শিখরে পৌঁছে যাচ্ছে ফ্রী ফায়ার গেম। এবং পিছনে ফেলে দিচ্ছে অন্যান্য জনপ্রিয় গেম গুলোকেও।
প্রসঙ্গত উল্লেখ্য, ভারতে এরই মধ্যে আবার ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়াও এসে গেছে। এই গেমটিও একের পর এক রেকর্ড ভেঙে চলেছে। তবে এতো কিছুর মধ্যে আপনি কোন গেম খেলতে ভালোবাসেন? পাবজি, ফ্রী ফায়ার? নাকি অন্য কোন গেম? অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।
এইরকমই Latest Tech Update মিস না করতে চাইলে আমাদের সাথে যুক্ত থাকতে ভুলবেন না। আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।