লঞ্চের আগেই লিক হয়ে গেল Nothing Ear 1 সম্পর্কে অনেক তথ্য, এখুনি জেনেনিন বিস্তারিত

Nothing Ear 1 TWS Charging Case ShresthoTech

আর এক সপ্তাহও বাকি নেই Nothing Ear 1 লঞ্চ হতে। আগেই জানানো হয়েছিল জুলাই মাসের 27 তারিখে লঞ্চ করে দেওয়া হবে এই বহুপ্রতীক্ষিত TWS Earbuds কে। ভারতে এবং গ্লোবাল মার্কেটে লঞ্চ করা হবে একই সাথে। আর এর মধ্যেই Nothing Ear 1 এর সম্পর্কে কিছু তথ্য লিক হয়ে গেল।

টিপসটার যোগেশ এই বিষয়ে বিস্তারিত তথ্য আমাদের দিয়েছেন। জানা গেছে নাথিং এর ব্যাটারি লাইফ থেকে শুরু করে তাদের কেসের ডিজাইন কেমন হবে সেটাও। Nothing Ear 1-এর ডিজাইন নিয়ে আমরা সকলেই এক্সাইটেড। কারণ এর ডিজাইন হতে চলেছে একদম স্বচ্ছ এবং খুব সিম্পল তার সাথে এলিগ্যান্ট এবং প্রিমিয়াম ফিল দেবে এই ডিজাইন। এরকম আমরা আগে থেকেই জানছিলাম। 

এবার জানা গেছে এই প্রত্যেক এয়ার বাডসের মধ্যেই থাকবে 50mAh করে ব্যাটারি এবং চার্জিং কেসের মধ্যে থাকবে 570mAh এর ব্যাটারি। চারজিং কেসও পুরোপুরি স্বচ্ছ। যেটি একদমই ইউনিক লেগেছে আমাদের। 

জেনেনিন : পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তি ঘুরে এলেন মহাকাশ থেকেও, পূরণ করলেন তার ছোটবেলাকার স্বপ্ন, এমন কাণ্ডটাই করে ফেললেন Jeff Bezos

এমনকি এরমধ্যে ওয়ারলেস চারজিং থেকে শুরু করে ফাস্ট চার্জিং সাপোর্টও থাকবে। বলা হচ্ছে মাত্র 10 মিনিটের চার্জে 8 ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে এই Ear 1 থেকে। আপনি যদি একটিভ নয়েজ ক্যান্সলেশন (ANC) ব্যবহার করেন তাহলে আপনি 24 ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। আর অ্যাক্টিভ নয়েজ ক্যান্সলেশন অফ করে আপনি 12 ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন। 

শুধুমাত্র এই ইয়ার বার্ডস লঞ্চ করেই Nothing থেমে থাকবে না। আরও অনেক প্রোডাক্ট নিয়ে আসবে নাথিং। ভারতেও আমরা এই প্রোডাক্ট গুলো আস্বাদন করতে পারব। ইতিমধ্যেই আমরা Nothing Ear 1 এর দামও জানা আমাদের দেশের জন্য। দাম রাখা হয়েছে 5,999 টাকা।

সেল করা হবে এক্সক্লুসিভলি ফ্লিপকার্টের মাধ্যমে। এমনকি আমরা No Cost EMI-এর মত সুবিধাও পেয়ে যাব। আর এই সমস্ত কিছু মিলিয়ে নাথিং এর বাজার রীতিমতো সরগরম। আমরা সকলেই অপেক্ষা করে রয়েছি এর ফাইনাল লঞ্চ হওয়ার জন্য।