ভারতে TikTok ফিরে আসতে চেষ্টা করছে অন্য নামে, পাওয়া যাচ্ছে এমনই ইঙ্গিত, জেনেনিন এখনই

TikTok ShresthoTech

পাবজি মোবাইল (PUBG Mobile) ভারতে ব্যান হয়ে যাওয়ার পর পুনরায় সেই গেম ফিরে এসেছে ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া (Battlegrounds Mobile India) নামে। গেমের সমস্তকিছু একই রকম রয়েছে। শুধু নামটাই পরিবর্তন হয়ে গেছে। 

আরও এক জনপ্রিয় অ্যাপ্লিকেশন কে ভারতে ব্যান করে দেওয়া হয়েছিল। সেটা জনপ্রিয় শর্ট ভিডিও প্লাটফর্ম, টিকটক। এবার মনে করা হচ্ছে টিকটক এই একই স্ট্র্যাটেজি অবলম্বন করে ভারতে ফিরে আসতে চেষ্টা করছে। অতিসম্প্রতি মুকুল শর্মা এমনই এক হিন্ট দিয়েছেন। দেখা যাচ্ছে TikTok-এর পেরেন্ট কোম্পানি ByteDance ভারতে ‘TickTock’ এই ওয়ার্ড মার্কের জন্য ট্রেডমার্ক ফাইল করেছে।

প্রথমত জানিয়ে রাখা দরকার টিকটক অ্যাপ্লিকেশনের সঠিক বানান হল ‘TikTok’। তবে ভারতে যে ওয়ার্ড মার্কের জন্য ট্রেডমার্ক ফাইল করেছে তারা সেটার বানান আলাদা। সেটা হচ্ছে ‘TickTock’। বানান আলাদা হলেও উচ্চারণ কিন্তু একই। তাই এবার উঠে আসছে সেই একই প্রশ্ন। তাহলে কি এবার টিকটক চেষ্টা করবে ভারতে অন্য নামে ফিরে আসতে?  এমনটা হলেও আমরা অবাক হব না।  

জেনেনিন : স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তে একাউন্ট রয়েছে? টাকা লোপাট হয়ে যাওয়া থেকে এই ভাবে সচেতন থাকুন, বিজ্ঞপ্তি জারি করল SBI

প্রসঙ্গত উল্লেখ্য, পাবজি মোবাইল ব্যান হয়ে যাওয়ার পর ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া নামে ভারতে লঞ্চ করা হয়েছে। লঞ্চের পরেই এই গেম একের পর এক রেকর্ডস ভেঙে চলেছে। এখনো পর্যন্ত এই গেমের কোন রকম সমস্যা হয়নি। যদিও সমস্ত কিছু একইরকম রয়েছে, সামান্য কিছু চেঞ্জেস আনা হয়েছে গেমপ্লে এক্সপিরিয়েন্স এর মধ্যে। 

আর এদিকে টিকটকের ট্রেডমার্ক ফাইলের স্ট্যাটাস এখনো পর্যন্ত মার্কড ফর এক্সাম (Marked for Exam) দেওয়া রয়েছে। তবুও মনে করা হচ্ছে হয়তো খুব শীঘ্রই টিকটক ভারতে চলে আসবে এই আলাদা নামে। বানানের সামান্য পরিবর্তন করে। কিন্তু কন্টেন্ট সেই একই থাকছে। এই বিষয়ে আপনার কি মতামত? টিকটক কি সত্যিই আবার ফিরে আসবে? সময়ই দেবে তার উত্তর।