জানানো হয়েছিল গত মাসেই। আর আজই এসে গেল সেই মহেন্দ্রক্ষণ। অবশেষে জেফ বেজোস ঘুরে এলেন মহাকাশ থেকেও। সফল করলেন তার ছোটবেলাকার স্বপ্নকে। এই স্বপ্ন সফল যাত্রায় সঙ্গী হিসাবে নিয়েছিলেন তার ভাইকে। যে তার অন্যতম কাছের বন্ধু বলে দাবি করেন তিনি। তিনি সহ মোট চারজন অংশগ্রহণ করেছিলেন এই এডভেঞ্চারে।
মাত্র দুই সপ্তাহ আগেই অ্যামাজনের চিফ এক্সিকিউটিভ অফিসার এর পদ থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। তার পরই 57 বছর বয়সী জেফ বেজোস এর কাছে এটা একটা নতুন মাইলফলক হয়ে গেল। তার নিজস্ব সংস্থা ব্লু অরিজিন (Blue Origin)-এর ভেহিক্যালে করে তিনি ঘুরে এলেন মহাকাশ থেকেও।
10 মিনিটের এই যাত্রায় পূরণ হল একদম ছোটবেলার স্বপ্ন। এমনকি মহাকাশের ভার হীন অবস্থাও অনুভব করলেন তাঁরা কিছুক্ষণের জন্য, পৃথিবী থেকে 100 কিলোমিটার উপরে Karman লাইন ক্রস করে। তারপর তাদের ক্যাপসুল নেমে এলো পৃথিবীর বুকে 6 টি প্যারাস্যুট খুলে।
ব্লু অরিজিনের এই 10 ফিট এর ক্যাপসুলের মধ্যে রয়েছে বড় বড় জানালা এবং তার সাথে ইনক্লাইনড লেদার সিট। যেটা 100 কিলোমিটার উপরে আপনাকে দারুন ভিউ দেবে। আর তার সাথে ভারহীন অবস্থা তো রয়েছেই। সমস্ত কিছু মিলিয়ে এটি অবশ্যই “ওয়ান্স ইন এ লাইফ টাইম” মোমেন্ট।
প্রসঙ্গত উল্লেখ্য এই ঘটনার মাত্র 9 দিন আগে আরেক বিলিয়নেয়ার রিচার্ড ব্র্যানসন মহাকাশ যাত্রা করেছিলেন। তিনি ব্লু অরিজিনের তুলনায় আরেকটু লোয়ার আল্টিটিউডে উড়েছিলেন। তবে তিনিও এই ভার হীন অবস্থা অনুভব করেছিলেন।
জেনেনিন : ভারতে TikTok ফিরে আসতে চেষ্টা করছে অন্য নামে, পাওয়া যাচ্ছে এমনই ইঙ্গিত, জেনেনিন এখনই
জেফ বেজোস এর মহাকাশ ভ্রমণের ছবি ও ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল-মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। সেই জন্যই তো মহাকাশ ঘুরে এসে তিনি বলতে বলেননি “বেস্ট ডে এভার।” জেফ বেজোসই হোক বা রিচার্ড ব্র্যানসন, তাদের এই মহাকাশ ভ্রমণ কে প্রকৃতপক্ষে মহাকাশ ভ্রমণ বলতে নারাজ অনেকেই।
তবুও নিঃস্বন্দেহে এই যাত্রা গুলোই ভবিষ্যতে মহাকাশ ভ্রমণের এক নতুন দিগন্ত খুলে দিল। যারা মহাকাশ ভ্রমণ করতে চান, তারা বিপুল পরিমাণ টাকা খরচ করে খুব সহজেই এই স্বপ্ন পূরণ করতে পারবেন এবার থেকে। আপনি কি মহাকাশ ভ্রমণ করতে চান? এমন একটি সুপ্ত বাসনা ছিল আপনারও ছোট বেলায়?