কম দামে অসাধারণ গেমিং স্মার্টফোন, লঞ্চ হয়ে গেল Realme C25s

realme c25s launched in india with mediatek helio g85 processor

ভারতে Realme একের পর এক অসাধারণ সমস্ত স্মার্টফোন ব্যবহারকারীদের উপহার দিয়ে চলেছে। সম্প্রতি Release হয়ে গেল Realme C সিরিজের Realme C25s স্মার্টফোনটি। চলুন এক নজরে দেখে নেওয়া যাক কেমন স্পেসিফিকেশন হতে চলেছে স্মার্টফোনের মধ্যে? তারই সাথে দেখে নেব এর দাম ও সেল ডেট। 

Realme C25s এর স্পেসিফিকেশন্স

এই স্মার্টফোনটিতে আপনি পেয়ে যাবেন (720×1600) সম্পন্ন 6.5-inch LCD HD+ Waterdrop Notched ডিসপ্লে। এটি UI 2.0 Based Android 11 দ্বারা পরিচালিত। Realme C25s স্মার্টফোনটিতে আপনি পেয়ে যাবেন MediaTek Helio G85 প্রসেসর। যেটি নিঃসন্দেহে একটি দারুন Gaming Processor।

এই স্মার্টফোনের ক্যামেরা সেটআপ এর কথা বলতে গেলে এটিতে আপনি পেয়ে যাবেন Triple ক্যামেরা সেটআপ। যেখানে 13 MP প্রাইমারি ক্যামেরা থাকছে, 2MP ম্যাক্রো লেন্স এবং 2MP Black & White lens থাকছে। এছাড়াও এটিতে আপনি পেয়ে যাবেন 8 MP ফ্রন্ট ক্যামেরা।

জেনেনিন : লঞ্চ হয়ে গেল POCO M3 Pro 5G, দেখেনিন এর স্পেসিফিকেশন্স, দাম ও সেল ডেট

এই স্মার্টফোনটির আপনি পেয়ে যাবেন 6000mAh এর ম্যাসিভ ব্যাটারি। একই সাথে পাবেন 18W ফাস্ট চার্জার। এছাড়াও এটিতে USB-C পোর্ট ব্যাবহার করা হয়েছে। একই সাথে এটিতে রয়েছে Accelerometer, Ambient Light Sensor, Proximity Sensor এবং Fingerprint Sensor এর সুবিধা।

কোন কোন Colour ভেরিয়েন্ট রয়েছে??

এ স্মার্টফোনটি আপনি দুটি কালার ভেরিয়েন্ট পেয়ে যাবেন। যার মধ্যে রয়েছে Watery Grey এবং Watery Blue।

দাম কত?

এই স্মার্টফোনটি দুটি ভেরিয়েন্ট এ পাবেন। যেখানে 4GB+64GB এর দাম 9,999 টাকা এবং 4GB+128GB এর দাম 10,999 টাকা।

Sale Date কবে?

এটির প্রথম সেল শুরু হচ্ছে আগামীকাল অর্থাৎ June 9 তারিখে। এটি আপনি Flipkart, Realme.com এবং Offline Stores থেকে কিনতে সক্ষম হবেন।