লঞ্চ হয়ে গেল POCO M3 Pro 5G, দেখেনিন এর স্পেসিফিকেশন্স, দাম ও সেল ডেট

poco m3 pro 5g launched in india check out its specifications sale date price

বিশ্ববাজারে লঞ্চ হওয়ার পর ভারতের মার্কেটেও লঞ্চ হতে চলেছে POCO M3 Pro 5G স্মার্টফোনটি। সে বিষয়ে আমরা আপনাদের আগেই জানিয়েছিলাম। আজই ভারতের মার্কেটে লঞ্চ হয়ে গেল POCO M3 Pro 5G। চলুন এই স্মার্টফোনের সমস্ত স্পেসিফিকেশন্স সহ দাম, কালার ভেরিয়েন্ট সমস্ত কিছু জেনে নেওয়া যাক বিস্তারিত ভাবে। 

POCO M3 Pro 5G স্পেসিফিকেশন্স

প্রথমেই বলি স্মার্টফোনটির ডিসপ্লে সম্পর্কে। আপনি পেয়ে যাবেন 16.5cm এর FHD+ ডিসপ্লে। এর টাচ স্যাম্পলিং রেট 180Hz এর। আর রিফ্রেশ রেট 90Hz এর। পাচ্ছেন 91% screen-to-body রেশিও। আর পাবেন কর্নিং গরিলা গ্লাসের সাপোর্ট। 360 ডিগ্রী লাইট সেনসর ব্যবহৃত হয়েছে। আর ব্যবহৃত হয়েছে স্মার্ট ডিসপ্লে টেকনোলজি (Smart Display Technology)। স্মার্টফোন টির ওজন 190 গ্রাম। 

প্রসেসর হিসেবে এই স্মার্টফোনে পাচ্ছেন Mediatek এর Dimensity 700 প্রসেসর। যেটা একটি 7nm এর প্রসেসর। ক্যামেরার কথা বলতে গেলে এই স্মার্টফোনে পাওয়া যাবে ট্রিপল ক্যামেরা সেটআপ। যার প্রাইমারি সেনসর 48 মেগাপিক্সেলের। তার সাথে থাকছে Depth Sensor ও Macro Camera। 

জেনেনিন : iPadOS 15 এ কোন কোন গুরুত্বপূর্ণ ফিচারস পেতে চলেছি আমরা? এখুনি জেনেনিন

5000mAh এর ম্যাসিভ ব্যাটারি থাকছে। আর সেই ব্যাটারিকে চার্জ দেওয়ার জন্য 18W Fast Charging সাপোর্ট। তবে বক্সের মধ্যে রয়েছে 22.5W এর চার্জার। এছাড়াও থাকছে হাইব্রিড সিম কার্ড স্লট, 3.5mm হেডফোন জ্যাক, IR Blaster!

কালার ভেরিয়েন্ট 

তিনটি কালার ভেরিয়েন্টে এই স্মার্টফোন পাওয়া যাবে। সেগুলি হল POCO Yellow, Cool Blue এবং Power Black।  

দাম

দুইটি স্টোরেজ ভেরিয়েন্ট এই স্মার্ট ফোন উপলব্ধ রয়েছে। 4GB ও 64GB এবং তার সাথে 6GB ও 128GB। 4GB ও 64GB ভ্যারিয়েন্টের দাম 13,999 টাকা এবং 6GB ও 128GB ভেরিয়েন্ট এর দাম 15,999 টাকা। 

কবে থেকে শুরু হচ্ছে সেল? 

POCO M3 Pro 5G স্মার্টফোনটির প্রথম সেল শুরু হচ্ছে জুন মাসের 14 তারিখ দুপুর 12 টায়। পাওয়া যাবে ফ্লিপকার্ট থেকে।